স্বর্ণালংকারসহ টাকা লুট, আটক ১
জকিগঞ্জে পরিবারের সদস্যদের হাত-পা ও চোখ বেঁধে প্রবাসীর বাড়িতে ডাকাতি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৫, ১:৩৪:৪৭ অপরাহ্ন
জকিগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: জকিগঞ্জের কাজলসার ইউনিয়নের পশ্চিম গোটারগ্রামে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। গত সোমবার দিবাগত রাত সাড়ে ৩ টায় প্রবাসী মছলুল হকের বাড়িতে এই ডাকাতদল নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ এক ডাকাতকে আটক করেছে।
জানা যায়, মছলুল হকের দুই ছেলে দুবাই ও এক ছেলে সিঙ্গাপুর প্রবাসী। ঐ রাতে ৬-৭ জনের সশস্ত্র একদল ডাকাত মুখে কাপড় বেঁধে বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ৮ ভরি স্বর্ণ, নগদ ২ লাখ ৬০ হাজার টাকা ও উন্নতমানের দুটি মোবাইল ফোনসহ ঘরের মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
বাড়ির মালিক মছলুল হক জানান, রাত সাড়ে ৩টার দিকে দরজার প্রচণ্ড শব্দে ঘুম ভেঙে যায়। মুহূর্তের মধ্যে ৬-৭ জন সশস্ত্র ডাকাত ঘরে ঢুকে পড়ে। তারা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে আমার ও আমার এক ছেলের হাত-পা ও চোখ বেঁধে ফেলে। এরপর ঘরের সব মূল্যবান জিনিসপত্র তছনছ করে লুট করে নেয়। বাইরে থেকেও ডাকাতদের আনাগোনা ও কথাবার্তা শোনা যাচ্ছিল।
তিনি আরও বলেন, আমাদের বেঁধে রাখার আগে আমি ২-৩ জনের মুখ চিনতে পেরেছি। ডাকাতরা চলে যাওয়ার পর পরিবারের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসে। আমরা সঙ্গে সঙ্গে জাতীয় জরুরি নাম্বারে কল দিলে জকিগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে এবং অভিযান চালিয়ে একই গ্রামের ফয়সল আহমদকে (৩৭) আটক করে। সে পশ্চিম গোটারগ্রামের এবাদুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, আটক ফয়সলের শরীরে কাদা লেগে ছিল এবং তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় সে কাদার মধ্যে পড়ে গিয়েছিল।
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন একজনকে আটক করেছে। এ সময় ঘটনাস্থল থেকে কিছু আলামতও জব্দ করা হয়। তদন্ত চলছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, গত দুদিন আগে আরও একটি ডাকাতির ঘটনা ঘটেছে একই গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত তাহির আলীর বাড়িতে। পরপর দু’টি ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।




