কোল্ড ড্রিংসের নামে কী খাচ্ছি আমরা!
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৫, ২:০৬:০৪ অপরাহ্ন
গোলাপগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের বিভিন্ন স্থানে ‘প্রাণ আপ’ কোল্ড ড্রিংকসের বোতলের গায়ে ‘পাওয়ার কোল্ড ড্রিংকস’এর মোড়ক লাগিয়ে বিক্রি করা হচ্ছে-মর্মে অভিযোগ উঠেছে। একটি কোল্ড ড্রিংকস’ এর ক্যানের গায়ে অন্য ‘কোল্ড ড্রিংকস’ এর মোড়ক লাগিয়ে তা বাজারজাত করা হচ্ছে-এই মর্মে সোস্যাল মিডিয়ায় প্রকাশিত একটি পোস্টের প্রেক্ষিতে র্যাব-৯ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোলাপগঞ্জে অভিযান পরিচালনা করে। অভিযানকালে মোড়ক বদলি ১৩২০ বোতল কোল্ড ড্রিংকস বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা করা হয়।
প্রতিষ্ঠানগুলো হচ্ছে-গোলাপগঞ্জ বাজারের ভাই ভাই এন্টারপ্রাইজ ও খালপাড় বাজারের ফাতেমা ফ্যামিলি শপ। ভাই ভাই এন্টারপ্রাইজকে ৫০ হাজার ও ফাতেমা ফ্যামিলি শপকে ২ হাজার টাকা জরিমানা ও তাৎক্ষণিক আদায় করা হয়েছে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কে. এম. সহিদুল ইসলাম সোহাগ অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
র্যাবের গণমাধ্যম শাখা জানায়, সম্প্রতি ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানা যায় যে, বিভিন্ন খুচরা ও পাইকারি বাজারে দেখা যায়, প্রাণ-আপের আসল বোতলের গায়ে লাগানো হচ্ছে পাওয়ার কোল্ড ড্রিংকসের মোড়ক। ফলে সাধারণ ক্রেতারা বোতলের বাইরের মোড়ক দেখে ক্রয় করে প্রতারিত হচ্ছেন। এই অভিযোগের প্রেক্ষিতে তারা অভিযান পরিচালনা করেন।




