প্রশিক্ষণপ্রাপ্ত মেয়েদের মধ্যে সেলাই মেশিন বিতরণ
সিলেটে শিক্ষা উন্নয়ন ও শিশু শ্রম নিরসনে কাজ করছে আকবেট
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৫, ৬:৫১:৪৯ অপরাহ্ন
ডাক ডেস্ক : ইউকে বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট (UKBET)-এর প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন আনেট জারা সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন। সফরকালে তিনি সিলেটে আকবেট পরিচালিত ‘ডোরস্টেপ লার্নিং প্রোগ্রাম’-এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এই কর্মসূচি গৃহস্থালী কাজে নিয়োজিত শিশুদের শিক্ষা ও পুনর্বাসনে কাজ করছে।
পরিদর্শনকালে আকবেটের নির্বাহী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান সায়েম প্রোগ্রামটির অগ্রগতি ও সাফল্য তুলে ধরেন। আনেট জারা আকবেটের সহায়তায় কাজ ছেড়ে স্কুলে ফেরা ও প্রশিক্ষণ শেষে আত্মনির্ভরশীল হওয়া কয়েকজন শিশুর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের গল্প শুনে আবেগাপ্লুত হন। তিনি আকবেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত মেয়েদের হাতে সেলাই মেশিন তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর মসিহ মালিক চৌধুরী, অডিট অ্যান্ড অ্যাকাউন্টিং ফার্ম মসিহ মুহিত চৌধুরী।
আনেট জারা শ্রমজীবী শিশুদের আনন্দমেলায় অংশগ্রহণ করেন এবং তাদের পরিবেশনা উপভোগ করেন। তিনি সিলেট শহীদ স্মৃতি উদ্যানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং কিডনি ফাউন্ডেশন সিলেট পরিদর্শন করে এর কার্যক্রমের প্রশংসা করেন।
লন্ডনের টাওয়ার হ্যামলেটস কলেজের সাবেক প্রিন্সিপাল হিসেবে আনেট জারা দীর্ঘদিন ব্রিটিশ বাংলাদেশি তরুণদের শিক্ষার প্রসারে কাজ করেছেন। বর্তমানে তিনি আকবেটের মাধ্যমে সিলেটে শিক্ষা উন্নয়ন ও শিশু শ্রম নিরসনে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন।




