ভাস্কর সম্পাদক পুলিন রায়কে ‘স্বপ্ন কথা’ সম্মাননা প্রদান করা হবে আজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৩, ৭:৫৩:২৯ অপরাহ্ন

বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নুরুল হুদা, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক শিশুসাহিত্যিক আনজীর লিটনসহ কয়েকজনের সাথে ভাস্কর সম্পাদক কবি পুলিন রায় “স্বপ্ন কথা” সম্মাননা পাচ্ছেন। আজ রোববার সন্ধ্যায় ঢাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হবে। কলকাতাভিত্তিক সংগঠনটির ছয়জন প্রতিনিধি ইতোমধ্যে ঢাকা এসে পৌঁছেছেন। মিডিয়াব্যক্তিত্ব শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, কবি মাহমুদ কামাল ও কবি অর্ণব আশিকসহ আরো পাঁচজন স্ব স্ব ক্ষেত্রে অবদানের জন্য এই সম্মাননা পাচ্ছেন।
উল্লেখ্য, সিলেট সাহিত্য পরিষদের সভাপতি কবি পুলিন রায় ভাস্কর সম্পাদক হিসাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘চিহ্ন সম্মাননা’ (২০১১), ‘উৎস লেখক সম্মাননা’, ঢাকা (২০১৫), ‘সমুজ্জ্বল সুবাতাস সম্মাননা’, বান্দরবান (২০১৭) ‘মাকুন্দা সাহিত্য পদক’, সিলেট (২০১৯) ও ‘কোরাস সাহিত্য সম্মাননা’ মৌলভীবাজার (২০১৯), সমধারা সম্মাননা (২০১৯) অর্জন করেছেন। ১৯৯০ সাল থেকে তিনি ভাস্কর সম্পাদনা করে আসছেন। ২০১৪ সালে প্রকাশিত ভাস্কর-এর কবি দিলওয়ার সংখ্যা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে রেফারেন্স পাঠ্যভূক্ত হয়েছে। পুলিন রায়ের প্রকাশিত গ্রন্থ সাতটি। এর মধ্যে কাব্য চারটি এবং গদ্যগ্রন্থ তিনটি।
সিলেট সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি মোঃ আলাউদ্দিন তালুকদার এক বিবৃতিতে সংগঠনের সভাপতি কবি পুলিন রায় ‘স্বপ্ন কথা’ সম্মাননায় ভূষিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন।-বিজ্ঞপ্তি