সিলেট অঞ্চলের পতিত কোন জমি অনাবাদি থাকবে না ——-জেলা প্রশাসক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৩, ১০:০৪:২৩ অপরাহ্ন
গোলাপগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমান বলেছেন, সিলেট অঞ্চলে কোন পতিত জমি অনাবাদি থাকবে না। যেখানে যে ফসল হবে; সেই ফসল উৎপাদন করতে সরকারের পক্ষ থেকে কৃষকদের সাহায্য সহযোগিতা ও উৎসাহ প্রদান করা হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে গোলাপগঞ্জে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রর্দশনী বাস্তবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মান্নান। কৃষি অফিসার মাশেরেফুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম। উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, সমাজসেবা অফিসার মোহাম্মদ নুরুল হক, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক সভাপতি শফিকুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার গৌতম পাল, উপ-সহকারী কৃষি অফিসার মো: মসরুর রহমান ।
এর আগে গতকাল দুপুর ১২টায় গোলাপগঞ্জ সদর ইউনিয়নের রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ও ইতিহাস সম্পর্কে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান। এসময় তিনি বলেন, স্বাধীনতা আমাদের সবচেয়ে বড় অর্জন। মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের নতুন প্রজন্মকে জানাতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা লালন করে একটি আত্মমর্যাদাশীল জাতি গঠনে আমাদের কাজ করতে হবে। প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক লায়েছুর রহমান উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন-উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মান্নান, সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী, সদর ইউনিয়নের চেয়ারম্যান তমজ্জুল আলী, গোলাপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব শফিকুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহি উদ্দিন জাকারিয়া চৌধুরী। বিকেলে জেলা প্রশাসক উপজেলা সমাজসেবা বিভাগের উদ্যোগে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচিতে যোগদান করে ৩ জন ভিক্ষুককে ভ্যানগাড়ি প্রদান করেন।