চুনারুঘাটে জমি সংক্রান্ত বিরোধে ৩ জনকে কুপিয়ে আহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৩, ৮:৩০:৫৮ অপরাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : চুনারুঘাটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তিনজনকে রামদা দিয়ে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। মাধবপুর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
জানা যায়, গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ইনাতাবাদ গ্রামের আতিক উল্লার ছেলে মোঃ আব্দুর রেজ্জাক ও একই গ্রামের ইজাবত উল্লার ছেলে মোঃ আব্দুল হেকিমের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এ সময় আব্দুল হেকিম ও তার লোকজন রামদা দিয়ে কুপিয়ে আব্দুর রেজ্জাক (৬০), তার ছেলে ফয়সল মিয়া (২৫) ও নাজমা আক্তার (২২) কে আহত করে। আহতদের চুনারুঘাট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আশরাফ বিষয়টি নিশ্চিত করেছেন।