গোয়াইনঘাটে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ী গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২৩, ৮:১১:২৮ অপরাহ্ন
গোয়াইনঘাট (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : গোয়াইনঘাটে বিশেষ অভিযান চালিয়ে এক সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে রুস্তুমপুর ইউনিয়নের বঙ্গবীর এলাকা হতে জুয়ার সরঞ্জামসহ তাদের গ্রেফতার করা হয়।
ধৃতরা হলো, ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী স্থানীয় যৎনাথা গ্রামের হাজির আলীর পুত্র মো: জামাল উদ্দিন (৪৫), জুয়াড়ী আমির হোসেন (৩৩), আলীম উদ্দিন (৩৫), ইমাম উদ্দিন (৪২), ময়নুল ইসলাম (৪২), আব্দুস ছামাদ (৫২), শাহ আলম (৩২), জিয়াউর রহমান (৩২), নাজিম উদ্দিন (৫০)।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম জানান, ধৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অপরাধী গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।