ফেঞ্চুগঞ্জে প্রতিপক্ষের হামলায় এক পরিবারের ৪ জন আহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২৩, ১১:৩৫:৫৫ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা ঃ পূর্ব শত্রুতার জের ধরে ফেঞ্চুগঞ্জে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পিতা-পুত্র গুরুতর জখম হওয়াতে পুত্র আমিন আলী (৪২) কে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিতা হাসন আলী (৬৫) কে ভর্তি করা হয়েছে ফেঞ্চুগঞ্জ সরকারী হাসপাতালে। ঘটনাটি গত ৩০ মার্চ ইফতারের পূর্ব মুহূর্তে উপজেলার মল্লিকপুর গ্রামে ঘটে। ইটের আঘাতে আমিন আলীর স্ত্রী সুরমা বেগম (৩৭) ও পুত্র সুয়েব আক্তার শিমুল আহত হয়েছেন।
জানা গেছে, একই গ্রামের হাসন আলীর পুত্র আমিন আলী এবং একই বাড়ীর সেলিম মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সেলিম মিয়ার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বসত বাড়ীতে প্রতিপক্ষের উপর আক্রমণ চালায়। প্রতিপক্ষের হামলায় দা এবং ইটের আঘাতে হাসন আলী ও পুত্র আমিন আলী রক্তাক্ত জখম হন।
ইটের আঘাতে আমিন আলীর স্ত্রী সুরমা বেগম ও পুত্র সুয়েব আক্তার শিমুল আহত হয়েছেন।
ফেঞ্চুগঞ্জ থানার এসআই হীরক সিংহ জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখনো কেউ মামলার জন্য আবেদন করেনি।
আহত হাসন আলী জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।