সিসিক নির্বাচন প্রসঙ্গে আরিফুল হক
‘প্রশাসনের অতিউৎসাহী কর্মকান্ডে সন্দেহ গভীর রূপ নিলে প্রার্থী নাও হতে পারি’ —–আরিফুল হক চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২৩, ৩:৫৭:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ‘প্রশাসনের অতিউৎসাহী কর্মকান্ডে সন্দেহ গভীর রূপ নিলে’ নির্বাচনে প্রার্থী নাও হতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, সিসিক নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের কিছু কর্মকর্তা অতিউৎসাহ দেখাচ্ছেন। তিনি এও বলেন, ‘যদি আমি নির্বাচন থেকে সড়ে দাঁড়াই তাহলে বুঝতে হবে প্রশাসনের কিছু অতিউৎসাহী কর্মকর্তার কর্মকা-ের প্রতি সন্দেহ গভীর রূপ নিয়েছে।’ আগামী ২০ মে নগরীর রেজিস্ট্রি মাঠে সমাবেশ করে প্রার্থিতার ব্যাপারে নিজের অবস্থান স্পষ্ট করার ঘোষণা দিয়েছেন আরিফুল হক চৌধুরী। তার আগে শনিবার প্রশাসনের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে প্রার্থী নাও হতে পারেন মর্মে ইঙ্গিত দেন তিনি।
গতকাল শনিবার দুপুরে সিলেটের একটি হোটেলের কনফারেন্স হলে রোটারেক্ট ক্লাব অব সিলেট সিটি আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আরিফুল হক। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি নির্বাচনের আগে প্রশাসনের কর্মকা-ে অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘প্রশাসনের কিছু কর্মকর্তা অতিউৎসাহী হয়ে হুমকি ধমকি দিচ্ছেন। ব্যাপক ধরপাকড় করা হচ্ছে। অনেক কর্মকর্তাকে বদলিও করা হচ্ছে। এগুলো নির্বাচনকে প্রভাবিত করারই ইঙ্গিত।’
লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে ভোটের প্রতি আস্থা ফেরানোর আহ্বান জানিয়ে তিনি অভিযোগ করেন, প্রশাসন গণহারে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি করছে।
এবারের সিটি নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি। তবে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারেন বলে শুরু থেকেই গুঞ্জন রয়েছে। এমন গুঞ্জনের মধ্যেই ১ মে নগরীতে একটি অনুষ্ঠানে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, চলমান আন্দোলনের অংশ হিসেবে কোন সিটি নির্বাচনে আমার দল বিএনপি অংশ নেবে না। তবে সিলেটের প্রেক্ষাপটে নির্বাচনে যাবার বিষয়টি বিবেচনাধীন।
আরিফের এ বক্তব্যের পর দলের ভেতরে ও বাইরে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। আরিফকে নির্বাচন থেকে বিরত রাখতে বিএনপির বিভিন্ন মহল থেকে নানামুখী তৎপরতা শুরু হয়। অপরদিকে, আরিফও নিজের হিসেব মেলাতে শুরু করেন। ২০ মে নগরের রেজিস্ট্রি মাঠে সমাবেশ করে প্রার্থিতার ব্যাপারে নিজের অবস্থান স্পষ্ট করার ঘোষণা দিয়েছেন আরিফুল হক। তার আগে শনিবার প্রশাসনের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে প্রার্থী নাও হতে পারেন বলেও ইঙ্গিত দেন। আগামী ২১ জুন অনুষ্ঠেয় সিলেট সিটি করপোরেশন নির্বাচন ইভিএমে হবে। শনিবার পর্যন্ত মেয়র পদে পাঁচজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন-আওয়ামী লীগের প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, বাংলাদেশ ইসলামী আন্দোলনের হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এবং তিন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুল হানিফ ওরফে কুটু, মোহাম্মদ আব্দুল মান্নান খান ও সামছুন নুর তালুকদার।
সিলেটে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী দলটির মহানগর শাখার আহ্বায়ক নজরুল ইসলাম বাবুল শুক্রবার পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেননি। তবে তিনি গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।