সিলেটে ঝড়-বৃষ্টি ভেঙে পড়লো সিলেট বাস টার্মিনালের গ্লাস ঃ যাত্রীসহ লোকজনের মধ্যে আতঙ্ক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০২৩, ৪:৪৭:৩৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটে নির্মিত অত্যাধুনিক কেন্দ্রীয় বাস টার্মিনাল ভবনের গ্লাস ভেঙে পড়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। এসময় টার্মিনালে আগত বিভিন্ন স্থানের যাত্রীসহ এখানে অবস্থানরত সকলের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। যেখানে থাই গ্লাস ভেঙে পড়ে, সেখানে তিনজন লোক বসা ছিলেন। অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকাল ৩টা থেকে সিলেটে ঝড়-বৃষ্টি শুরু হয়। এর সঙ্গে শুরু হয় দমকা হাওয়া। বিকাল ৪টার দিকে বাতাসের ধাক্কায় সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের নবনির্মিত ভবনের যাত্রীদের বসার স্থানের কক্ষের একটি দেওয়ালে লাগানো থাই গ্লাস ঝন ঝন করে ভেঙে পড়ে। গ্লাস ভেঙে পড়ছে দেখে এর নিচে থাকা তিনজন দৌঁড়ে রক্ষা পান। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
টার্মিনালে অবস্থানরত পরিবহন নেতাদের অনেকেই জানিয়েছেন, প্রথম থেকেই বাতাস শুরু হলে টার্মিনাল ভবনে লাগানো সকল থাই গ্লাস কাঁপতে থাকে, যেন মনে হয় এইমাত্র সকল গ্লাস একসঙ্গে ভেঙে পড়বে।
তারা অভিযোগ করে বলেন, এসব গ্লাসে সম্ভবত নাট-বল্টু পর্যাপ্ত লাগানো হয়নি। আর গ্লাসগুলো কেমন আলগা করে লাগানো হয়েছে। ঝড়-তুফানের দিনে এসব গ্লাস ভেঙে পড়ে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের রক্ষণাবেক্ষণকারী প্রতিষ্ঠান সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বদরুল হক বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে।