জেলা ও মহানগর বিএনপির লিফলেট বিতরণ আজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২৩, ১:৫৫:২২ অপরাহ্ন
শুক্রবার পদযাত্রা, গণমিছিল শনিবার
নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পৃথক কর্মসূচি ঘোষণা করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে- আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় নগরীর বন্দরবাজারস্থ মধুবন মার্কেটের সামন থেকে সিলেট মহানগর বিএনপির লিফলেট বিতরণ ও একই দিন বাদ জোহর কোর্ট পয়েন্ট থেকে জেলা বিএনপির লিফলেট বিতরণ অনুষ্ঠিত হবে।
দ্বিতীয়দিন আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে মহানগর বিএনপির পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে। আগামী শনিবার তৃতীয়দিন বিকেল ৩টা থেকে একই স্থান থেকে জেলা বিএনপির গণমিছিল অনুষ্ঠিত হবে। জেলা ও মহানগরের পৃথক কর্মসূচিকে সফল করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও বিএনপির সাধারণ এডভোকেট এমরান আহমদ চৌধুরী এবং মহানগর সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। বিজ্ঞপ্তি