কুলাউড়ায় জমিসংক্রান্ত বিরোধে বৃদ্ধ খু ন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০২৪, ২:৫৪:২৮ অপরাহ্ন
কুলাউড়া অফিস : কুলাউড়ায় জমিসংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় আছকির মিয়া (৬০) নামে এক বৃদ্ধ খু ন হয়েছেন। গতকাল বুধবার দুপুরে উপজেলার হাজীপুর ইউনিয়নের রজনপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ ও থানার অফিসার ইনচার্জ মো. আলী মাহমুদ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দুপুর ১২টার দিকে জমিতে কাজের জন্য যান আছকির মিয়া। এ সময় জমিসংক্রান্ত বিরোধে মিছির আলিসহ তার সহযোগীরা আছকির ও তাঁর সাথে থাকা আরও ২ জনকে পিটিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক আছকির মিয়াকে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন জানান, ঘটনার পর থেকে মিছির আলির লোকজন পলাতক রয়েছেন। তাকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।