ইমাম প্রশিক্ষণ একাডেমিতে রিফ্রেশার্স কোর্সের সমাপনী ও সনদ বিতরণ
‘সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় ইমামদের ভূমিকা প্রশংসনীয়’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০২৪, ৬:৫১:০০ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার শাহরিয়ার আলম বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় ইমাম ও খতিবরা প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন। সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ইমামদের সোচ্চার ভূমিকার কারণে বাংলাদেশ এখন বিশ্বে মধ্যপন্থার সহনশীল দেশ হিসেবে প্রশংসিত।
তিনি বলেন, সরকার ইমামদের যুগোপযোগী প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভর হিসেবে গড়ে তুলছে। ইসলামিক ফাউন্ডেশনের অধীনে প্রশিক্ষণ নিয়ে ইমামরা দ্বীনি কর্মকান্ডে নেতৃত্বদানের পাশাপাশি সমাজে সচেনতা সৃষ্টি করে যাচ্ছেন।
বৃহস্পতিবার (১৬ মে) নগরীর ইমাম প্রশিক্ষণ একাডেমিতে সাত জেলার ইমামদের ৫দিন ব্যাপি রিফ্রেশার্স কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপপরিচালক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেট বিভাগের চার জেলাসহ কিশোরগঞ্জ, নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নির্বাচিত একশো ইমাম অংশ নেন।
সৈয়দ ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইমাম প্রশিক্ষণ একাডেমির সমাজবিজ্ঞান প্রশিক্ষক মো. আনোয়ারুল কাদির। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রশিক্ষণার্থী ইমাম মাওলানা আহসানুল আলম ও মাওলানা হারুনুর রশিদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ইমাম উদ্দিন।
সভাপতির বক্তব্যে ইমাম প্রশিক্ষণ একাডেমির উপপরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, স্মার্ট বাংলাদেশের প্রত্যাশিত নাগরিক গড়ে তুলতে ইমাম ও খতিবরা বয়ানের মাধ্যমে ইতিবাচক প্রভাব তৈরি করছেন। প্রশিক্ষণপ্রাপ্ত ইমামরা দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রেখে যাচ্ছেন।