সিলেটে হিট স্ট্রোকে এক যুবকের মুত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০২৪, ৭:২৭:০৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটে হিট স্ট্রোকে মো. আবু হানিফ মিয়া (৩৪) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। আজ রোববার (২১ এপ্রিল) সকাল ১১টার দিকে নগরীর দক্ষিণ সুরমা পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।
আবু হানিফ মিয়া হবিগঞ্জের লাখাই উপজেলার শিবপুর গ্রামের মো. করম আলীর ছেলে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, সকাল ১১টার দিকে আবু হানিফ মিয়া নামে ওই রিকশাচালক দক্ষিণ সুরমা পুলিশ বক্সের সামনে অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে এবং তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।