জুড়ীতে এসএসসিতে পাশের হার ৬৬ দশমিক ৪২, দাখিলে ৮৬ দশমিক ২৭
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২৪, ২:৫৭:১৬ অপরাহ্ন
জুড়ী (মৌলভীবাজার) থেকে মো. সামছুল ইসলাম : এবারের এসএসসি পরীক্ষায় জুড়ী উপজেলার তিনটি কেন্দ্রে ১৭৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১৯৩ জন। পাসের হার ৬৬ দশমিক ৪২। আর দাখিল পরীক্ষা কেন্দ্রে ৫১০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪৪০ জন। পাসের হার ৮৬ দশমিক ২৭। এসএসিতে জিপিএ- ৫ পেয়েছে ২৫ জন আর দাখিলে ১ জন।
স্কুল ভিত্তিক ফলাফল হলো- জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ১৯৫ জনের মধ্যে ১৪৫ জন পাস করেছে। পাসের হার ৭৪ দশমিক ৩৬। সর্বোচ্চ জিপিএ ৫ পেয়েছে ১৬টি। জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ে ১৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩০ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৬৭ দশমিক ৭১। জিপিএ ৫ রয়েছে ১টি। মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১০১ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৫৮ দশমিক ০৫। জিপিএ ৫ রয়েছে ৪টি। নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয়ে ১১৯ জনের মধ্যে ৭১ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৫৯ দশমিক ৬৬। জিপিএ ৫ পেয়েছে ২টি এবং ছোট ধামাই উচ্চ বিদ্যালয়ে ১৫১ জনের মধ্যে ৭৩ জন পাস করেছে। পাসের হার ৪৮ দশমিক ৩৪। কৃষ্ণনগর-বাছিরপুর উচ্চ বিদ্যালয়ে ২১ জনের মধ্যে ৬ জন পাস করেছে। পাসের হার ২৮ দশমিক ৫৭। হোছন আলী উচ্চ বিদ্যালয়ে ৫৪ জনের মধ্যে ২৮ জন পাস করেছে। পাসের হার ৫১ দশমিক ৮৫। হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ে ১৬৬ জনের মধ্যে ১২৬ জন পাস করেছে। পাসের হার ৭৫ দশমিক ৯০। হাজী মনোহর আলী এম সাইফুর রহমান উচ্চ বিদ্যালয়ের ৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৮ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৫৫ দশমিক ৮৮। পাতিলাসাঙ্গল উচ্চ বিদ্যালয়ে ৭১ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৭ জন উত্তীর্ণ হয়। পাসের হার ৮০ দশমিক ২৮। শিলুয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৭০ জন উত্তীর্ণ হয়। পাসের হার ৭৪ দশমিক ৪৭ এবং কচুরগুল উচ্চ বিদ্যালয়ে ৫৯ জনের মধ্যে ২৫ জন পাস করেছে। পাসের হার ৪২ দশমিক ৩৭। হাজী সোনা মিয়া আপ্তারুন নেছা উচ্চ বিদ্যালয়ে ৩৫ জনের মধ্যে ২৯ জন পাস করেছে। পাসের হার ৮৫ দশমিক ২৯। সাগরনাল উচ্চ বিদ্যালয়ে ৯৪ জনের মধ্যে ৬২ জন পাস করেছে। পাসের হার ৬৫ দশমিক ৯৫। জীবনজ্যোতি নগর উচ্চ বিদ্যালয়ে ৪০ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৮ জন উত্তীর্ণ হয়, পাসের হার ৯৫ দশমিক ০০। ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ে ১৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪৪ জন উত্তীর্ণ হয়। পাসের হার ৭৬ দশমিক ১৯। জিপিএ ৫ রয়েছে ২টি এবং রাঘনা বটুলী উচ্চ বিদ্যালয়ে ৭০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫০ জন উত্তীর্ণ হয়, পাসের হার ৭১ দশমিক ৪২।
এদিকে, দাখিল পরীক্ষায় উপজেলার ৮টি দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। তন্মধ্যে নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার ৯৮ জনের মধ্যে ৭৮ জন পাস করেছে। পাসের হার ৭৯ দশমিক ৫৯। শাহপুর ইসলামীয়া মাদ্রাসার ৩৬ জনের মধ্যে ৩৪ জন পাস করেছে। পাসের হার ৯৪ দশমিক ৪৪। জায়ফরনগর ইসলামীয়া মহিলা মাদ্রাসার ২৯ জনের সবাই পাস করেছে। পাসের হার শতভাগ। হযরত শাহ খাকী (রঃ) ইসলামীয়া আলিম মাদ্রাসার ৪৩ জনের মধ্যে ৪০ জন পাস করেছে। পাসের হার ৯৩ দশমিক ০২। জাঙ্গিরাই দাখিল মাদ্রাসার ৭৫ জনের মধ্যে ৭০ জন পাস করেছে। পাসের হার ৯৩ দশমিক ৩৩। জিপিএ ৫ রয়েছে ১টি। নয়াগ্রাম শিমুলতলা দাখিল মাদ্রাসার ৬৫ জনের মধ্যে ৫৪ জন পাস করেছে। পাসের হার ৮৩ দশমিক ০৮। সাগরনাল সিনিয়র মাদ্রাসার ১৩৭ জনের মধ্যে ১২০ জন পাস করেছে। পাসের হার ৮৭ দশমিক ৫৯ এবং এম এ মুছাওয়ীর দাখিল মাদ্রাসার ২৭ জনের মধ্যে ১৫ জন পাস করেছে। পাসের হার ৫৫ দশমিক ৫৫।