সিলেটে জাতীয় ফিলিস্তিন সম্মেলন আজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৪, ১২:২৬:০৪ অপরাহ্ন
নগরীর শিল্পকলা একাডেমিতে জামিয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেটের উদ্যোগে ‘গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ, মসজিদে আকসার মুক্তি, ফিলিস্তিনি মুক্তিসংগ্রাম ও মুসলিম উম্মাহর করণীয়’ শীর্ষক জাতীয় ফিলিস্তিন সম্মেলন আজ শনিবার অনুষ্ঠিত হবে।
বেলা ২টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠেয় এ সম্মেলনে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা সায়্যিদ আশহাদ রাশিদী ভারত, আল্লামা আনিস আজাদ ভারত, মুফতি মিযানুর রহমান সাঈদ ঢাকা, মাওলানা ড. আহমদুল হক নিউইয়র্ক, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাওলানা মঞ্জুর”ল ইসলাম আফেন্দী ঢাকা, মুফতি হাবীবুল্লাহ মিসবাহ ঢাকা, মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলামসহ সিলেটের বরেণ্য উলামায়ে কেরাম।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট-৫ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা হুছামউদ্দিন চৌধুরী ফুলতলী।
সম্মেলনে সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী আহমদ আবদুল্লাহ ও শেখ এনাম। সম্মেলনে সকলের উপস্থিতি কামনা করেছেন জামিয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেটের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আবদুল মুনতাকিম।-বিজ্ঞপ্তি