দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা প্রকল্পের বিভাগীয় কর্মশালা
সরকার সুবিধাবঞ্চিত শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার সুযোগ তৈরি করে দিচ্ছে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০২৪, ১:৫৪:০৬ অপরাহ্ন

ডাক ডেস্ক : ইসলামিক ফাউন্ডেশনের সচিব মো. আশরাফুল মমিন খান বলেছেন, সরকার সুবিধাবঞ্চিত শিশুদের সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার সুযোগ তৈরি করে দিচ্ছে। দেশের সকল উপজেলায় অবকাঠামোগত ব্যয় ছাড়াই জনগণের অংশগ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠিত এক হাজার দশটি দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা পরিচালনা করছে। এ প্রকল্পের মেয়াদে ৫ লাখ ৬৫ হাজার ৬০০ শিক্ষার্থী চতুর্থ শ্রেণি পর্যন্ত শিক্ষার সুযোগ পাচ্ছে।
তিনি গত শনিবার নগরীর ইসলামিক ফাউন্ডেশন অডিটোরিয়ামে ‘দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা স্থাপন ও পরিচালনা’ শীর্ষক প্রকল্পের কার্যক্রম উন্নয়ন ও টেকসই করা বিষয়ক সিলেট বিভাগীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপপরিচালক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জ জেলার উপপরিচালক মুহাম্মদ মুনিরুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলার উপপরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন ও ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজার জেলার উপপরিচালক মো. ফারুক আহমদ। সৈয়দ ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন সিলেটের ফিল্ড অফিসার মো. আবদুল বাকী।
সভাপতির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় পরিচালক মো. মহিউদ্দিন বলেন, দারুল আরকাম মাদরাসা কার্যক্রমে ৩ হাজার ৩০ জন শিক্ষক ও সহায়ক কর্মী নিয়োগ দিয়ে সরকার আলেম-ওলামা ও বেকার নারী-পুরুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে। কর্মশালায় সিলেট বিভাগের চার জেলায় কর্মরত দারুল আরকাম মাদরাসার শিক্ষকরা অংশ নেন।