সাবেক মেয়র কামরানের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে পরিবারের ২ দিনের কর্মসূচি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২৪, ৭:১৩:০৩ অপরাহ্ন

ডাক ডেস্ক : সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের ৪র্থ মৃত্যুবার্ষিকী আগামীকাল শনিবার।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে ২ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে- খতমে কোরআন, মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল এবং শিরনী বিতরণ। ওইদিন সকাল ১১টায় মরহুমের বাসভবনে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। বদর উদ্দিন আহমদ কামরান পরিবারের পক্ষ থেকে মরহুম কামরানের জান্নাতুল ফেরদৌস কামনা করে সবার কাছে দোয়া কামনা এবং সকলকে কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে।
২০২০ সালে করোনা মহামারিতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বদর উদ্দিন আহমদ কামরান মৃত্যুবরণ করেন। সিলেট সদর হাসপাতালে চিকিৎসাধীন কামরানকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিমানবাহিনীর বিশেষ হেলিকপ্টারযোগে সিলেট থেকে ঢাকায় নেয়া হয়। কামরান সিলেট পৌরসভার সর্বকনিষ্ঠ কমিশনার নির্বাচিত হোন ১৯৭৩ সালে। পরবর্তীতে তিনি আরও দুইবার তৎকালীন তোপখানা ওয়ার্ডের কমিশনার ও ১৯৯৫ সালে সিলেট পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হোন। তারপর ২০০৩ ও ২০০৮ সালে বদর উদ্দিন আহমদ কামরান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন।