তামাবিল সড়কে পিকআপের ধাক্কায় গ্যাসফিল্ড কর্মকর্তার প্রাণহানী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২৪, ৭:২৭:৩২ অপরাহ্ন

অনলাইন ডেস্ক : সিলেট-তামাবিল সড়কে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী গ্যাসফিল্ড কর্মকর্তার মৃত্যু হয়েছে।
গতাকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে জৈন্তাপুর উপজেলার ৬ নম্বর চিকনাগুলের উমনপুরের (গ্যাস ফিল্ড ৮ নম্বর কুপ) সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিলেট-তামাবিল হাইওয়ে থানার ইনচার্জ মো. ইউনুস আলী।
নিহত কর্মকর্তা মইনুল হুসেন আয়ানী (৪৫) উমনপুর গ্রামের মৃত ঈসা মিয়ার ছেলে। তিনি সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের উপ- ব্যবস্থাপক ( সার্ভিস) পদে কর্মরত ছিলেন।
এ ঘটনায় ঘাতক ডিআই পিকআপটি ফতেপুর ইউনিয়ন কার্যালয়ে জব্দ করে রখা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি মো. ইউনুস আলী জানান, দুর্ঘটনায় ওই কর্মকর্তা গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির সুরতহাল প্রতিবেদন করেছি। আবেদনের প্রেক্ষিতে জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেটের অনুমোদনে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ শুক্রবার জুমআ পর জানাযা শেষে লাশ দাফন করা হবে।
এদিকে, এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা রাতে সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে রাখেন । এতে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।