'দায়বদ্ধতা থেকেই আমরা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছি : অধ্যাপক ডা: মুজিবুল হক
বন্যার্তদের পাশে দাঁড়ালো বিপিএ সিলেট শাখা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ জুন ২০২৪, ৩:১০:৩৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার ॥ কোম্পানীগঞ্জের বন্যার্তদের পাশে দাঁড়ালো বাংলাদেশ পেডিয়াট্রিক এসোসিয়েশন (বিপিএ) সিলেট শাখা। এসোসিয়েশনের শীর্ষ দায়িত্বশীলরা গতকাল বুধবার ত্রাণ নিয়ে ছুটে যান কোম্পানীগঞ্জের দুর্গম এলাকা হিসেবে খ্যাত ইছাকলস ইউনিয়নের শিবপুর গ্রামে। সেখানে শিবপুর ছাড়াও বিষ্ণুপুর ও দুর্গাপুর গ্রামের দুই শতাধিক বন্যার্তের হাতে তারা ত্রাণ সামগ্রী তুলে দেন।
বিপিএ সিলেট চ্যাপ্টারের সাধারণ সম্পাদক ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা: আখলাক আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সিলেট শাখার সভাপতি ও ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা: মুজিবুল হক।
বিশেষ অতিথি ছিলেন-বিপিএ সিলেট শাখার সিনিয়র সহ-সভাপতি ও ওসমানী মেডিকেল কলেজের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা: জিয়াউর রহমান চৌধুরী , এসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও ওসমানী মেডিকেল কলেজের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা: এএইচ এম খায়রুল বাশার ও সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-বিপিএ সদস্য ডা: রাজিব দত্ত, ডা: তন্ময় দেব, ডা: তমাল বড়–য়া, ডা: মোশাহিদ ও ডা: রাজু চক্রবর্তী ও সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির আপ্যায়ন সম্পাদক মশরুর আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে ওসমানী মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা: মুজিবুল হক বলেন, বিপিএ সিলেট শাখা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ত্রাণসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে। বাইশের বন্যার পরও বিপিএ ত্রাণ নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিল। এবারের বন্যার পরও সংগঠনটি সাধ্যমত সুবিধাবঞ্চিত মানুষের পাশে এসে দাঁড়ালো।
এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, সহযোগী অধ্যাপক ডা: আখলাক আহমদ বলেন, এই এলাকাটি খুবই দুর্গম। ত্রাণসামগ্রীর মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের যদি কিছুটাও উপকার হয়, তাতেই তাদের সান্ত¦না।
বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল-৫ কেজি চাল, ১ কেজি করে ডাল ও সয়াবিন তেল, এক কেজি পেঁয়াজ, আধা কেজি লবণ ও ৫টি ওরস্যালাইন।