কানাইঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো কলেজ শিক্ষার্থীর
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০২৪, ১:০৭:২৭ অপরাহ্ন

কানাইঘাট (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : কানাইঘাটের সড়কের বাজারে জকিগঞ্জ-সিলেট সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় শাহরিয়ার আহমদ স্বপন (২৪) নামে কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।
নিহত শাহরিয়ার জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের ভরন গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং সিলেটের দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজের ডিগ্রি ৩য় বর্ষের শিক্ষার্থী। নিহত স্বপন সিলেটের ডাক এর সাবেক স্টাফ রিপোর্টার ও জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার সাংবাদিক সাব্বির আহমদের ছোট ভাই।
গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে কানাইঘাট উপজেলার সড়কের বাজারের পূর্বে রামপুর যাত্রী ছাউনির সম্মুখে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে একটি মোটরসাইকেলে করে শাহরিয়ার আহমদ স্বপন জকিগঞ্জ থেকে সিলেট যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি পূর্ব রামপুর যাত্রী ছাউনি পৌঁছালে ফাঁড়ি রাস্তায় একটি সিএনজি অটোরিক্সা মূল সড়কে উঠার সময় সিএনজিকে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাশর্^বর্তী যাত্রী ছাউনির পাকা দেয়ালে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই শাহরিয়ার স্বপন মারা যান। দুর্ঘটনার সংবাদ পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ও গাড়ি থানায় নিয়ে আসে।
পরবর্তীতে নিহত শাহরিয়ারের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করে থানা পুলিশ।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, দুর্ঘটনায় নিহত শাহরিয়ার স্বপনের পরিবারের সদস্যরা কোন মামলা করতে রাজি না হওয়ায় তাদের আবেদনের প্রেক্ষতে ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।