লাখাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০২৪, ১:২৩:২১ অপরাহ্ন

লাখাই (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : লাখাই উপজেলার বামৈ পূর্ব গ্রামের মৃত কুরদত আলীর ছেলে আব্দুল কদ্দুছ হৃদয় (২৮) নামের এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার সকাল ৭টায় বিশ্বরোড যাওয়ার পথে নাছির নগর থানার দাউদমন্ডল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত কদ্দুছের আড়াই বছরের একটি মেয়ে রয়েছে।
পারিবারিক ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, গতকাল সকালে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে সিএনজি যোগে বিশ্বরোড যাওয়ার পথে দাউদমন্ডল স্থানে অন্য একটি সিএনজির মুখোমখি সংঘর্ষ ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাছির নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক কদ্দুছকে মৃত ঘোষণা করেন। অন্য যাত্রীদেরকে চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে নিহত কদ্দুছের আতœীয় স্বজনরা গিয়ে লাশ বাড়িতে আনেন। সন্ধ্যা সাড়ে সাতটায় তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
লাখাই থানার ওসি (তদন্ত) চম্পক দাম জানান, সড়ক দুর্ঘটনায় লাখাই উপজেলার বামৈ গ্রামের কদ্দুছ নামের একজন মারা গেছে শুনেছি। যেহেতু দুর্ঘটনাটি নাছির নগর থানা এরিয়ায় হয়েছে সেটার আইনানুগ ব্যবস্থাও সেই থানায়ই নিবে।
নাছির নগর থানার অফিসার ইনচার্জ সোহাগ রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, লাখাই থানার কদ্দুছ নামে একজন নিহত হয়েছে। বাকি আহত যাত্রীরা চিকিৎসাধীন। সিএজি দুটোকে আমরা থানায় আটক রেখেছি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।