সিলেটের ৩ উপজেলায় বানভাসিদের মধ্যে ইবনে সিনার ত্রাণ বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০২৪, ১:২৭:১৮ অপরাহ্ন
ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড-এর পরিচালক অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন, সিলেটবাসীর প্রিয় প্রতিষ্ঠান ইবনে সিনা হাসপাতাল সিলেটের মানুষের প্রতিটি দুর্যোগ ও দুর্ভোগের সময় পাশে থাকে। এবারের ভয়াবহ বন্যায় এর ব্যতিক্রম হয়নি। তিনি বলেন, আমরা আমাদের সাধ্যমত ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আগামী দিনেও এধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
তিনি বৃহস্পতিবার সিলেটের বিশ্বনাথ, ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলার বানভাসি মানুষের মধ্যে পৃথক পৃথক ত্রাণ বিতরণ কার্যক্রমে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। এসময় বক্তব্য রাখেন, হাসপাতালের সহকারী জেনারেল ম্যানেজার এন্ড হেড অব মার্কেটিং মোহাম্মদ ওবায়দুল হক, বিশ^নাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী, হাসপাতালের রিকাবীবাজার শাখার মার্কেটিং ইনচার্জ ও সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ মামুন সরকার, সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার (ফার্মেসি) জাহাঙ্গীর আলম, এসিস্ট্যান্ট ম্যানেজার ও ওটি ইনচার্জ আবুল খায়ের, পাবলিক রিলেশন অফিসার জসিম উদ্দিন কাওছার। এছাড়া পৃথক স্থানে ত্রাণ বিতরণকালে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি