নগরীর কাজিরবাজার থেকে ১০ জুয়াড়ি আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০২৪, ১:৩৫:২০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : নগরীতে আবারো ১০ জুয়াড়ি আটক হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পৌণে ৫টার দিকে কাজিরবাজার ব্রিজের নিচের ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে মহানগর গোয়েন্দা পুলিশ তাদের আটক করে। এর আগেরদিন বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ সুরমা থানাধীন চাঁদনীঘাট মাছবাজার এলাকা থেকে আটক হয় ৯ জুয়াড়ি।
গতকাল শুক্রবার আটককৃতরা হচ্ছে, শাকিল আহমেদ (৩১), মোশাররফ (৩৫), আবুল কাশেম রানা (৩৫), মো: হীরা আহমেদ (২৯), মো: মহিবুর রহমান (৩১), মো: আব্দুস শহীদ (৫৩), মো: খালেদ হোসেন (৪০), আব্দুস সালাম (৪০), জহির উদ্দিন (৫৪) ও মো: নূর মিয়া (৫৫)। তাদের বিরুদ্ধে এসএমপির কোতোয়ালী মডেল থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) মো. সাইফুল ইসলাম।