সিলেটে সড়কে ঝরলো আরো ৩ প্রাণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০২৪, ১:০৪:৩৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল থেমে নেই। গত রোববার রাত থেকে গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত সড়কে ঝরেছে আরো ৩ প্রাণ। এর মধ্যে রয়েছেন স্বামী-স্ত্রী ও এক গৃহবধূ।
গতকাল সোমবার সন্ধ্যায় সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু আঞ্চলিক মহাসড়কের ধোপাগুল এলাকায় দাঁড়ানো ট্রাকের পেছনে ধাক্কা লেগে প্রাইভেটকারে থাকা স্বামী স্ত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো ৩ জন। এছাড়া, গত রোববার রাত সাড়ে ১০টায় নগরীর চৌকিদেখীতে রেজিস্ট্রেশনবিহীন একটি সিএনজি অটোরিক্সার ধাক্কায় আছমা বেগম নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
গত রোববার বিকেলে সাদা পাথর ঘুরে ফেরার পথে সিলেট কোম্পানীগঞ্জ সড়কের খাগাইলে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মা ও ছেলের মৃত্যুর ক্ষত কাটতে না কাটতেই এই সড়কে ফের দুর্ঘটনা ঘটল। এ অবস্থায় বিশিষ্টজনেরা নিরাপদ সড়ক ব্যবস্থাপনা গড়ে তোলার তাগিদ দিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সোমবার সন্ধ্যায় ভারী বর্ষণ চলাকালে সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু আঞ্চলিক মহাসড়কের ধোপাগুল এলাকায় কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ থেকে আসা একটি প্রাইভেটকার দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে প্রাইভেট কারটি দুমড়ে মুছড়ে যায়। এতে গুরুতর আহতাবস্থায় ৫ জনকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সবুর মিয়া (২৭) ও তার স্ত্রী রাহেনা বেগম (২২) কে মৃত ঘোষণা করেন। নিহতদের বাড়ি মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার বড়ধামাই গ্রামে। হতাহতদের সবাই প্রাইভেট কারের যাত্রী ছিলেন।
এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুনু মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেই সাথে আহতদের উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করেছে।
এছাড়া, গত রোববার রাত সাড়ে ১০টার দিকে নগরীর চৌকিদেখীতে রেজিস্ট্রেশনবিহীন একটি সিএনজিচালিত অটোরিক্সার ধাক্কায় আছমা বেগম (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। সিলেট এয়ারপোর্ট সড়কের চৌকিদেখী পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ওই নারী সুনামগঞ্জ সদর থানার নুরিশপুর গ্রামের লিটন মিয়ার স্ত্রী। তিনি পরিবারের সঙ্গে চৌকিদেখীর ৩ নং গলির একটি বাসায় ভাড়া থাকতেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, দুর্ঘটনার পর স্থানীয়রা ওই গৃহবধূকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে এয়ারপোর্ট থানার পুলিশ ঘটনাস্থলে এসে অটোরিক্সাটি জব্দ করে ও এর চালক মো. সাগর মিয়াকে (২৮) আটক করে। সাগর এয়ারপোর্ট থানার পীরেরগাঁওয়ের আব্দুর রহমানের ছেলে। এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুনু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের (কোছাপ) সভাপতি হেলাল আহমদ জানান, সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে প্রায়শ সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র থেকে শুরু করে অনেকেই প্রাণ হারাচ্ছেন। এ অবস্থায় তারা উদ্বিগ্ন। সড়ক নিরাপত্তার দাবিতে তারা একটি মানববন্ধন আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন।