কেমুসাসের শোক
কবি ইসমত হানিফার পিতৃবিয়োগ : দাফন সম্পন্ন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০২৪, ১১:২২:১০ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহকারী পাঠাগার সম্পাদক কবি ইসমত হানিফা চৌধুরীর পিতা শিক্ষাবিদ মঈন উদ্দিন আহমদ চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর পৌণে দুইটায় নগরীর কাজলশাহ এলাকাস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৮৫ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার বাদ আসর নগরীর কাজলশাহ জামে মসজিদে প্রথম জানাজা শেষে মরহুমের মরদেহ গ্রামের বাড়ী জকিগঞ্জে নিয়ে যাওয়া হয়। বাদ এশা গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদরাসা মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের ভাতিজা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিক্স বিভাগের ডা. আলী আশরাফ। জানাজায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হক, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সৈয়দ মবনু, রাজনগর সিনিয়র মাদরাসার অধ্যক্ষ আবদুল বাসির, গল্পকার সেলিম আউয়াল, পুবালী ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম ফরিদ উদ্দিন আহমদ, কেমুসাসের পাঠাগার সম্পাদক সৈয়দ মোহাম্মদ তাহের প্রমুখ।
মরহুম মঈন উদ্দিন আহমদ ছিলেন নগরীর দরগাহ গেইটস্থ জাতীয় শিক্ষাকেন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। দেশেবিদেশে তার অসংখ্য ছাত্রছাত্রী রয়েছেন। তার মৃত্যুর খবর শুনে আত্মীয় ও শুভাকাঙ্খীরা বাসায় ছুটে আসেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকে শোকগাঁথা প্রকাশ করেন।
কেমুসাসের শোক : কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের (কেমুসাস) সহকারী পাঠাগার সম্পাদক কবি ইসমত হানিফার পিতা মঈন উদ্দিন আহমদ চৌধুরীর মৃত্যুতে কেমুসাসের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ভারপ্রাপ্ত সভাপতি আহমেদ নূর ও সাধারণ সম্পাদক সৈয়দ মবনু। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।