গোয়াইনঘাট ও জৈন্তাপুর থেকে ২৯৬ বস্তা ভারতীয় চিনিসহ আটক ৩
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০২৪, ১২:৪৯:০৭ অপরাহ্ন
ডাক ডেস্ক : চিনিকান্ড থেমে নেই সিলেট নগরীসহ গ্রাম-গঞ্জে। প্রতিদিন সীমান্তের বিভিন্ন চোরাই পথ দিয়ে একাধিক চক্র বিপুল অর্থের ভারতীয় অবৈধ চিনি নিয়ে আসছে। গতকাল শুক্রবারও সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুরে পুলিশের পৃথক অভিযানে আটক হয়েছে ২৯৬ বস্তা চিনি। আটক হয়েছে ৩ চোরাকারবারী। সিলেট জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য জানা গেছে।
গোয়াইনঘাট থেকে নিজস্ব সংবাদদাতা জানান, গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি টিম পশ্চিম জাফলং ইউনিয়নের উত্তর প্রতাপপুর গ্রামে অভিযান চালায়। এ সময় ২৬৫ বস্তা চিনি, চিনি বহনকারী ২টি নৌকাসহ আবুল হয়াত নামের এক ব্যক্তিকে আটক করে। আটক ব্যক্তি পশ্চিম জাফলং ইউনিয়নের লুনি হাওর গ্রামের আব্দুল ওয়াহিদের ছেলে।
উদ্ধারকৃত ভারতীয় চিনির আনুমানিক মূল্য ১৩ লক্ষ ২৫ হাজার টাকা। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে আটক আবুল হায়াতকে প্রধান আসামি করে এবং ৫ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরো ৫/৬ জনের বিরুেেদ্ধ গোয়াইনঘাট থানায় মামলা দায়ের হয়েছে। গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।
জৈন্তাপুর থেকে নিজস্ব সংবাদদাতা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানা পুলিশের এসআই মোস্তাফিজুর রহমান গতকাল শুক্রবার ভোরে সিলেট-তামাবিল মহাসড়কের সারীঘাট উত্তরপাড়ে অভিযান চালান। এ সময় ৩১ বস্তা ভারতীয় চিনিসহ ডিআই পিকআপ আটক করেন। সেই সাথে আটক হয় ২ চোরাকারবারী। আটককৃতরা হচ্ছে দরবস্ত গ্রামের বাবুল মিয়ার ছেলে ইমরান হোসেন (২৭) ও টেংরা গ্রামের লুৎফুর রহমানের ছেলে মো. আকবর হোসেন (২৫)।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।