সিলেটে পুলিশ সুপারের কার্যালয়ে আগুন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২৪, ৬:৪৮:০৩ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবর নিশ্চিত হওয়ার পর থেকে সিলেটের রাজপথে মানুষের ঢল নেমেছে। অলিগলি থেকে শত শত মানুষ মিছিল স্লোগান নিয়ে মূল সড়কে আসছেন। নগরে পুলিশ সুপারের কার্যালয়সহ বিভিন্ন সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ এবং আওয়ামী লীগ ও চৌদ্দ দলের নেতাকর্মীদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করেছেন আন্দোলনকারীরা।
সোমবার (৫ আগস্ট) বেলা ৩টার পর থেকে সিলেট নগরের এমন চিত্র দেখা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা সোয়া ৩টার দিকে সিলেট নগরের বন্দরবাজার এলাকায় সিলেটের পুলিশ সুপারের কার্যালয়ে অগ্নিসংযোগ করে একদল লোক। এ সময় পার্শ্ববর্তী বন্দরবাজার পুলিশ ফাঁড়িতেও হামলা চালানো হয়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. সম্রাট তালুকদার বলেন, ‘পুলিশ কার্যালয়ে আগুন দেওয়ার খবর জেনেছি। কিন্তু বর্তমানে কি অবস্থায় আছে সেটা জানা যাচ্ছে না। কারও সঙ্গে ফোনে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।’
তিনি বলেন, ‘পুলিশের কাজ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় হামলার খবর পাওয়া যাচ্ছে।’