সিলেটে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে সংঘর্ষে চার সাংবাদিক আহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২৪, ৭:১৮:৩৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলন কর্মসূচি পালনকে ঘিরে গতকাল রোববার (৪ আগস্ট) সিলেটে চার সাংবাদিক আহত হয়েছেন।
নগরীর কোর্ট পয়েন্টে পুলিশ-আন্দোলনকারী ও ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়ার পর সংঘর্ষ শুরু হয়। বেলা বাড়ার সাথে সাথে সংঘর্ষ ছড়িয়ে পড়ে মহানগরের বিভিন্ন এলাকায়। পেশাগত দায়িত্ব পালনকালে চার সাংবাদিক আহত হয়েছেন। ভাঙা হয়েছে ক্যামেরা।
আহতরা হচ্ছেন চ্যানেল এস সিলেট অফিসের চিফ রিপোর্টার মঈন উদ্দিন মনজু, একাত্তর টেলিভিশনের রিপোর্টার হোসাইন আহমদ সুজাদ ও ক্যামেরাপার্সন তারেক আহমেদ ও যুগান্তরের ফটো জার্নালিস্ট মামুন হাসান । এর মধ্যে চ্যানেল এস সিলেট অফিসের চিফ রিপোর্টার মঈন উদ্দিন মনজুর পায়ে গুলি লাগে।
দুপুরে আন্দোলনকারীদের মারধরে আহত একাত্তর টেলিভিশনের রিপোর্টার হোসাইন আহমদ সুজাদ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। এছাড়া দুপুরে পুলিশ-আন্দোলনকারী সংঘর্ষকালে গুলিবিদ্ধ হন যুগান্তরের ফটো জার্নালিস্ট মামুন হাসান। তিনিও চিকিৎসা নিয়েছেন।