লিডিং ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রম শুরু রোববার
আমাদের শিক্ষার্থীরা জাতির সবচেয়ে বড় সম্পদ : দানবীর ড. রাগীব আলী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২৪, ১২:১৭:২১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির সকল শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আগামী রোববার থেকে শুরু হচ্ছে। গতকাল বুধবার লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলীর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত এক সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় লিডিং ইউনিভার্সিটির অগ্রগতি এবং একাডেমিক উন্নয়ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসময় সভাপতির বক্তব্যে দেশবরেণ্য সমাজসেবী ও শিক্ষানুরাগী, অসংখ্য স্কুল, কলেজ, মসজিদ-মাদরাসার প্রতিষ্ঠাতা দানবীর ড. রাগীব আলী বলেন, আমাদের শিক্ষার্থীরা জাতির সবচেয়ে বড় সম্পদ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে তারা দেশবাসীকে মুক্তির সোপানে পৌঁছে দিয়েছেন। আমরা তাদের জন্য গর্বিত। মানবতার কল্যাণে নিবেদিত প্রতিষ্ঠান রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, শিক্ষা উন্নয়নের পৃষ্ঠপোষক দানবীর ড. রাগীব আলী বলেন, আমাদের শিক্ষার্থীদেরকে শিক্ষায়, জ্ঞান-বিজ্ঞানে যোগ্য করে গড়ে তুলতে হবে। তাদের মাধ্যমে বাংলাদেশ তাঁর কাক্সিক্ষত লক্ষে এগিয়ে যাবে। লিডিং ইউনিভার্সিটি সব সময় শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।
বিশ্ববিদ্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত সভায় এসময় উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন রুমেল এম.এস. রহমান পীর, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ মোস্তাক আহমদ, রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, ট্রাস্টি বোর্ড সদস্য দেওয়ান সাকিব আহমেদ, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, লাইব্রেরিয়ান মো. আব্দুল হাই ছামেনী, সকল বিভাগের বিভাগীয় প্রধান এবং দপ্তর প্রধানগণ। উল্লেখ্য, ২৫ আগস্ট থেকে লিডিং ইউনিভার্সিটির সকল কার্যক্রম সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে।