ওসমানী বিমানবন্দরে ১৫ কেজি স্বর্ণসহ যুবক আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২৪, ১:৩৪:৩৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ॥ সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫ কেজি ওজনের স্বর্ণের বারসহ আহমদ হোসেন নামের এক যুবককে আটক করেছে সিভিল এভিয়েশন ও গোয়েন্দা সংস্থা। আটক স্বর্ণের আনুমানিক মূল্য ১৬ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ১২৭ টাকা। আটক যুবক সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঘোড়ামারাকান্দি গ্রামের নূরুল ইসলামের পুত্র। তার পাসপোর্ট নম্বর এ-১৫১৯৩২৪৬।
বিমানবন্দর সূত্র জানায়, বুধবার সকাল আটটা দশ মিনিটে দুবাইয়ের শারজাহ থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (বিজি-২৫২) সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটের যাত্রী হোসেনের যথারীতি কাস্টমস সম্পন্ন করে বাইরে চলে আসে। তার হাতে একটি জুস মেশিন দেখে সন্দেহ হয় সিভিল এভিয়েশন ও গোয়েন্দা সংস্থার কর্মীদের। তারা এক পর্যায়ে তাকে চ্যালেঞ্জ করেন। জুস মেশিনটা এক কেজি হবার কথা থাকলে মেপে দেখা যায়, সেটির ওজন প্রায় দশ কেজি। এরপর বিমানবন্দর কাস্টমস সবমিলিয়ে ১০৫টি স্বর্ণের বার জব্দ করে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)-এর বিমানবন্দর থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানান, এ বিষয়ে কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মো: আকরামুল আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলার আসামি হোসেনকে বুধবার সন্ধ্যায় সোপর্দ করা হয়। আজ বৃহস্পতিবার তাকে কোর্টে চালান দেয়া হবে বলে জানান তিনি।