মৃত্যুবার্ষিকীতে মৌলভীবাজার ও সিলেটে নানা কর্মসূচি
সাইফুর রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতির পথিকৃৎ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৩:০৪ অপরাহ্ন
ডাক ডেস্ক: মৌলভীবাজার ও সিলেটে নানা আয়োজনে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ১৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল-মরহুমের কবর জিয়ারত, খতমে কোরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল। এসব কর্মসূচিতে বক্তারা বলেন, এম সাইফুর রহমানের হাত ধরেই দেশের অর্থনীতির ভিত মজবুত হয়েছিল। তিনি দেশের উন্নয়ন ও অগ্রগতির পথিকৃৎ।
মৌলভীবাজার:
শাহাদাত বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে নানা কর্মসূচি পালন করেছে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ, মরহুমের পরিবার ও বিএনপি।
এ উপলক্ষে গতকাল সকালে স্মৃতি পরিষদ ও মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর গ্রামের বাড়ি সদর উপজেলার বাহারমর্দনে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। আয়োজন করা হয় খতমে কোরআনের। বাদ যোহর মিলাদ, দোয়া ও শিরণী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এম সাইফুর রহমানের পুত্র বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমানসহ পরিবারের সদস্য, স্মৃতি পরিষদ ও বিএনপির নেতৃবৃন্দ।
পৃথকভাবে বিকেল ৫ টায় শহরের পৌর জনমিলন কেন্দ্রে শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করা হয়।
এম. সাইফুর রহমান দেশের অর্থনীতির ভিত্তি মজবুত করেছিলেন : কাইয়ুম চৌধুরী
সিলেট জেলা বিএনপি: বরেণ্য অর্থনীতিবিদ এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে দলের সিলেট জেলা সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বাংলাদেশের রাজনীতিতে এম সাইফুর রহমানের কৃতিত্ব সর্বজনবিদিত। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা এবং জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। একজন প্রাজ্ঞ ও কীর্তিমান অর্থমন্ত্রী হিসেবে তিনি দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে যুগান্তকারী অবদান রেখেছেন। তার দক্ষ রাষ্ট্রীয় অর্থনৈতিক ব্যবস্থাপনায় বাংলাদেশ আন্তর্জাতিক ক্ষেত্রে প্রভূত সুনাম অর্জন করে। তিনি স্বদেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম পথিকৃৎ। তিনি দেশের অর্থনীতির ভিত্তি মজবুত করেছিলেন। স্বাধীনচেতা, স্পষ্টভাষী, অটুট মনোবল এবং ঈর্ষণীয় ব্যক্তিত্বের কারণে তিনি ছিলেন সবার নিকট অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি। দেশের সার্বিক উন্নয়নে তাঁর অবদান চিরস্মরণীয়। বিশেষ করে সিলেটের উন্নয়নে তিনি ছিলেন আপসহীন।
গতকাল বৃহস্পতিবার বাদ যোহর বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, বরেণ্য রাজনীতিবিদ ও উপমহাদেশের খ্যাতিমান অর্থনীতিবিদ, জাতীয় সংসদে সর্বাধিক বাজেট পেশকারী, আলোকিত সিলেটের রূপকার-উন্নয়নের বরপুত্র ও সিলেট বিভাগের স্বপ্নদ্রষ্টা ভাষা সৈনিক এম সাইফুর রহমান এর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাহজালাল (রঃ) দরগাহ মসজিদ প্রাঙ্গণে দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় তিনি এসব কথা বলেন।
এ সময় সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, দেশের দুর্যোগের সময় অর্থমন্ত্রীর দায়িত্ব পালনকালে এম সাইফুর রহমান দেশকে কেবলমাত্র অর্থনৈতিকভাবেই স্বাবলম্বী করেননি বরং স্বদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারে বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। জাতীয়তাবাদী দর্শনকে বুকে ধারণ করে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারের কবল থেকে গণতন্ত্রের পথে উত্তরণে এম সাইফুর রহমানের অবদান দেশবাসী ও দল চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক আহবায়ক এডভোকেট নুরুল হক, জেলা বিএনপির সহ সভাপতি মামুনুর রশিদ মামুন (চাকসু), শাহজামাল নুরুল হুদা, একেএম তারেক কালাম, মামুন রশিদ মামুন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক কোহিনুর আহমদ, আবুল কাশেম, হেলাল উদ্দিন আহমেদ, জিল্লুর রহমান সুয়েব, আল মামুন খান, মাহবুব আলম, কাজী মুহিবুর রহমান, শাহীন আলম জয়, ডাঃ নাজিম উদ্দিন, শামসুর রহমান সুজা, ইসলাম উদ্দিন, মোঃ মাহবুব আলম, জাহেদ আহমদ, জসিম উদ্দিন, আশরাফুল আলম বাহার, নুরুল আমিন দুলু, আরিফ আহমদ চৌধুরী, এডভোকেট ইসরাফিল, কামাল উদ্দিন, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ ইউসুফ, রাজু আহমদ, আবুল কাশেম, অপু সুলতান, মোঃ মিসবাহ, হারুনুর রশীদ, হীরা মিয়া, জাহিদুর রহমান সেজা প্রমুখ।
সিলেটবাসীর হৃদয়ে চির জাগরুক থাকবেন এম সাইফুর রহমান: মিফতাহ সিদ্দিকী
মহানগর বিএনপি: দেশের সাবেক অর্থমন্ত্রী, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, বরেণ্য রাজনীতিবিদ ও উপমহাদেশের খ্যাতিমান অর্থনীতিবিদ, জাতীয় সংসদে সর্বাধিক বাজেট পেশকারী, সিলেট বিভাগের স্বপ্নদ্রষ্টা ভাষা সৈনিক এম সাইফুর রহমান এর ১৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে শাহজালাল (রঃ) দরগাহ মসজিদ প্রাঙ্গণে গতকাল বৃহস্পতিবার বাদ আসর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, বাংলাদেশর রাজনীতির ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় নাম এম সাইফুর রহমান। বৃহত্তর সিলেটসহ দেশের উন্নয়নে ভূমিকা রাখার জন্য সিলেটবাসী তাকে মনে রাখবে চিরদিন। বৃহত্তর সিলেটবাসী শ্রদ্ধার সঙ্গে সারাজীবন স্মরণ রাখবে সিলেটপ্রেমী এম সাইফুর রহমানকে।
এসময় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর বলেন, কীর্তিমান এ রাজনীতিবিদের মৃত্যুর দীর্ঘদিন অহিবাহিত হলেও এখনও তার অভাব অনুভব করছেন সিলেটের মানুষ। সিলেটবাসীর হৃদয়ে আজীবন জেগে থাকবেন এম সাইফুর রহমান।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর আহ্বায়ক কমিটির সাবেক সদস্য জিয়াউল হক, মুর্শেদ আহমদ মুকুল, শামীম মজুমদার, আফজাল উদ্দিন, রেজাউল করিম আলো, রেজাউল করিম নাচন, লল্লিক আহমদ চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, মহানগর ওয়ার্ড বিএনপির সভাপতিদের মধ্যে মুফতি রায়হান উদ্দিন মুন্না, মন্জুরুল হাসান মঞ্জু, মো. লুৎফুর রহমান মোহন, সবুর আহমদ, মিজান আহমদ, কাজী মহিবুর রহমান, রেজাউর রহমান রুজন, মহানগর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদকদের মধ্যে ছিলেন মো. রফিকুল ইসলাম রফিক, ফয়েজ উদ্দিন মুরাদ, সাব্বির আহমদ, সৈয়দ রহিম আলী রাসু, আবু সাঈদ মোঃ তায়েফ, আলমগীর হোসেন, সুলেমান আহমদ সুমন মহানগর বিএনপি নেতা বজলুল রহমান ফয়েজ, কয়েস আহমদ সাগর, শফিকুল ইসলাম টুটুল, মাসুম ইবনে রাজ্জাক রুমেল, মারুফ হোসেন টিপু, আব্দুল হাসিম জাকারিয়া, সাংগঠনিক সম্পাদকদের মধ্যে মিনহাজুর রহমান রাসেল, ফরহাদ আহমদ, রাসেল খান, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুতাকাব্বির চৌধুরী সাকি, মহানগর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ প্রমুখ।
‘দেশের অর্থনৈতিক সংস্কারের পথিকৃৎ ছিলেন এম সাইফুর রহমান’
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে সমৃদ্ধশীল অর্থনৈতিক দেশ হিসেবে গড়ে তুলেছিলেন। দেশের প্রতিটি অর্থনৈতিক সাফল্যতার পিছনে ছিলেন তিনি।
তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা এম সাইফুর রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার তার নিজ বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত কালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সৈয়দ মঈদ উদ্দিন সুহেল, জিয়াউল হক জিয়া, মাহবুব কাদির শাহী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, ওলিউর রহমান ড্যানী, সৈয়দ রহিম আলী রাশু।