শিক্ষা প্রতিষ্ঠানের পাশে সমিল না বসাতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১০:২০:৩২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেট শহরতলীর পীরের বাজার এলাকার চৌধুরীপাড়ায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে সমিল স্থাপন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি দেওয়া হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) সিলেটের উচ্চতর ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়াতুল খাইর আল ইসলামিয়ার শিক্ষা বিভাগীয় প্রধান মুফতি মুহাম্মদ আবদুল মুকতাদিরের নেতৃত্বে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চৌধুরীপাড়া আবাসিক এলাকার আশপাশে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। রোডের একপাশে জহিরিয়া এম ইউ উচ্চবিদ্যালয়, জহিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শাহজালাল টেকনিক্যাল কলেজ এবং অপর পাশে শাহ সুন্দর কলেজিয়েট স্কুল ও উচ্চতর ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়াতুল খাইর আল ইসলামিয়ার অবস্থান। আবাসিক এই মাদরাসাটিতে দিনরাত অবস্থান করে শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে। এছাড়া এখানকার হিফজুল কুরআন বিভাগে ছোট ছোট শিশুরা রয়েছে। সম্প্রতি মাদরাসার সীমানাঘেঁষা ভূমিতে একটি করাত কল (সমিল) স্থাপনের কাজ চলছে। এই করাত কল স্থাপন হলে পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যহত হবে। এছাড়া আবাসিক এলাকার মানুষের শ্রবণশক্তি ও স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত সৃষ্টি এবং পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়বে।
করাত কলটি স্থাপন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে জেলা প্রশাসকের কাছে আবেদন জানানো হয়।