সিলেটে বজ্রপাতে চারজনের প্রাণহানী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০২৪, ৭:০১:২৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : তীব্র খরতাপের পর বয়ে যাওয়া ঝড়ো বৃষ্টি চলাকালে সিলেটে বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দু’জন কানাইঘাট উপজেলা ও দু’জন জৈন্তাপুর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার আগফৌদ গ্রামের নূরুল হকের ছেলে নাহিদ আহমদ (১৭) ও ভিত্রিখেল বভরবন্দ গ্রামের কালা মিয়ার ছেলে আব্দুল মান্নান মনই (৪৫), কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ ইউনিয়নের কেওটিহাওর গ্রামের আব্দুল মিয়ার ছেলে কালা মিয়া (৩০) এবং অপরজন পৌরসভার বাসিন্দা বলে জানা গেলেও পুরো নাম পরিচয় জানা যায়নি।
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বজ্রবৃষ্টি শুরু হয়। সঙ্গে কয়েক দফা তীব্র বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতের ঘটনায় পৃথক স্থানে এই প্রাণহানীর ঘটনা ঘটে।
জৈন্তাপুর মডেল থানার ওসি তাজুল ইসলাম জানান, বজ্রপাতে নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদের সুরতহাল প্রস্তুত করছে।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালিক রুমাইয়া বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারগুলোর তথ্যসংগ্রহ করা হচ্ছে।
কানাইঘাট থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জানান, বজ্রপাতে দুইজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। তবে বিস্তারিত তথ্য এখনও পাইনি।