দীর্ঘদিন থেকে পদোন্নতিবঞ্চিত
এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের মহাপরিচালক হলেন সিলেটের আব্দুর রকিব
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০২৪, ৮:৫৩:৩৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ॥ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিশেষায়িত ইউনিট আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের মহাপরিচালক নিযুক্ত হয়েছেন মোহাম্মদ আব্দুর রকিব। ১৮তম বিসিএস (কর) ক্যাডারের এ কর্মকর্তা দীর্ঘদিন থেকে পদোন্নতি বঞ্চিত ছিলেন। প্রফেসর ড. মুহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত ১২ সেপ্টেম্বর তাকে কর কমিশনারের চলতি দায়িত্ব প্রদান করা হয়। গত ১৮ সেপ্টেম্বর তাকে এনবিআরের আয়কর ও গোয়েন্দা তদন্ত ইউনিটের মহাপরিচালকের দায়িত্ব দেয়া হয়। এনবিআরের বিশেষায়িত এ ইউনিটটির দায়িত্ব হচ্ছে-আয়কর ফাঁকি উদঘাটন ও আয়কর ফাঁকি রোধে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৮নং তোয়াকুল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের মৃত মোঃ আব্দুল হাফিজের দ্বিতীয় পত্র মোহাম্মদ আব্দুর রকিব ছোটবেলা থেকেই ছিলেন প্রখর মেধার অধিকারী। তিনি পিয়াইনগুল কলিমুল্লাহ উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৭ সালে এসএসসি এবং ঐতিহ্যবাহী এম সি কলেজ থেকে ১৯৮৯ সালে এইচএসসি পাশ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। পরবর্তীতে তিনি এমসি কলেজ থেকে ¯œাতক কোর্স সম্পন্ন করেন। ১৮তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার মাধ্যমে তিনি কর ক্যাডারে যোগদান করেন। তিনি এনবিআরে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
সরকারি চাকুরিতে যোগদানের পূর্বে তিনি সিলেটের বহুল প্রচারিত দৈনিক সিলেটের ডাক-এ স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। একজন সুলেখক ও কবি হিসেবে তার সুখ্যাতি রয়েছে।
মানবতাবাদী আব্দুর রকিব সিলেট অঞ্চলে ২০২২ সালের প্রলয়ংকারি বন্যার পর জীবনের ঝুঁকি নিয়ে গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের বন্যার্তদের পাশে দাঁড়ান। বন্ধু-বান্ধব-শুভাকাঙ্খীদের সহযোগিতা নিয়ে বন্যার্তদের ত্রাণ সহায়তা প্রদানের পাশাপাশি অনেকের ঘর নির্মাণেও তিনি সহযোগিতা প্রদান করেন। সম্প্রতি ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যার পর তিনি ত্রাণ নিয়ে সেখানে ছুটে যান।
এ প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।