হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবন আমাদের জন্য পরম আদর্শ : দানবীর ড. রাগীব আলী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০২৪, ৯:১০:৪৬ অপরাহ্ন
ডাক ডেস্ক : জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বরেণ্য শিক্ষানুরাগী, শিল্পপতি দানবীর ড. রাগীব আলী বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবন আমাদের জন্য পরম এক আদর্শ। সেই উত্তম চরিত্র আমরা যদি আমাদের ব্যক্তি ও পরিবার জীবনে প্রয়োগ করতে পারি; তাহলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। দুনিয়ায় শান্তির পাশাপাশি মৃত্যু পরবর্তী অনন্ত জীবনও বরকতময় হবে।
জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে পবিত্র সিরাতুন্নবী (স:) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গতকাল শনিবার সকাল ১১টায় জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের লেকচার গ্যালারি-১ তে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সৌদি দূতাবাস, ঢাকার দ্বায়ী ও কুদরত উল্লাহ জামে মসজিদ সিলেটের খতিব শায়েখ সাঈদ বিন নুরুজ্জামান মাদানী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক মোঃ তারেক আজাদ ও হাসপাতালের উপ-পরিচালক (স্টোর এন্ড পারচেজ) অধ্যাপক মোহাম্মদ আব্দুল হাই।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন স্তরের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং বেগম রাবেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ২৫তম ব্যাচের শিক্ষার্থী মাহবুব-এ-এলাহী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক (স্টোর এন্ড পারচেজ) অধ্যাপক মোহাম্মদ আব্দুল হাই।
বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর চরিত্রের গুরুত্বপূর্ণ ৫টি গুণের উপর বিশেষ আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান আলোচক শায়েখ সাঈদ বিন নুরুজ্জামান মাদানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক অধ্যাপক মোঃ তারেক আজাদ।
এদিকে, সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে আয়োজিত ”সমাজ সংস্কারে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)” শীর্ষক রচনা প্রতিযোগিতায় ১ম পুরস্কার লাভ করেন ২৬তম ব্যাচের শিক্ষার্থী মোঃ আশফাকুল ইসলাম, ২য় ২৭তম ব্যাচের শিক্ষার্থী আফরিন সাকিনা তুফা, ৩য় ২৮তম ব্যাচের শিক্ষার্থী আজরা সামিহা সুচি এবং বিশেষ পুরস্কার লাভ করেন ২৭তম ব্যাচের শিক্ষার্থী চৌধুরী সায়িমা হুমায়রা আহমদ ও ২৯তম ব্যাচের শিক্ষার্থী মহসিনা আনজুম।
পুরস্কার বিতরণী শেষে সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবেদ হোসেন বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে অনেক সময়ের প্রয়োজন। যা স্বল্প সময়ে করা সম্ভব নয়। তবে মহানবীর জীবনাদর্শকে ধারণ করে পথ চলতে হবে। অনুষ্ঠানের শেষে দোয়া পরিচালনা করেন প্রধান আলোচক শায়েখ সাঈদ বিন নুরুজ্জামান মাদানী।