সিলেটের আকাশে হঠাৎ দুর্লভ রঙের ছড়াছড়ি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১:২৫:১৪ অপরাহ্ন
আহমাদ সেলিম :
রং নয়, যেন বিচিত্র এক ফাল্গুন ছড়িয়ে আছে আকাশ জুড়ে। গোধূলিবেলা আরো রাঙিয়ে তুলেছে আকাশের আঙিনাজুড়ে ছড়িয়ে থাকা দুর্লভ সেই চিত্র। মানুষ গভীর মনোযোগ দিয়ে আকাশ কে দেখেছেন আর বিমোহিত হয়েছেন। গতকাল সোমবার শেষবিকেলে হঠাৎ করে সিলেটের আকাশের এই রূপ, প্রকৃতির বিচিত্রতা থেকে চোখ ফেরানোও কঠিন ছিলো।
তীব্র গরমে পুড়েছে দেহমন, তারপরও মনে রাখার মতো একটি বিকেল। গরমের তীব্রতায় একচিলতে প্রশান্তির তালাশ করেছে বনের পাখিটিও। কিন্তু দিনশেষে গোধূলিবেলায় সিলেটের আকাশ হঠাৎ বিচিত্র এক রঙে রঙিন হয়ে ওঠে। সেই রঙের আভা ছড়িয়ে পড়ে গোটা আকাশে। ক্ষণে ক্ষণে সেই রঙ বদলাতে থাকে। কখনো রক্তজবা, কখনো গোলাপী, আবার কখনো হলুদবরণে। এ যেন রং নয়, আকাশজুড়ে আগুনের ছড়াছড়ি। সেই আগুন কিংবা রঙের নির্মাতা প্রকৃতি নিজেই।
গতকাল সোমবার সিলেট শহরের অধিকাংশ মানুষ আকাশ রংয়ের উদযাপন করেছেন। পথে দাঁড়িয়ে, খোলা হাওরে কিংবা বাসাবাড়ির ছাদে, একচিলতে বারান্দায় বসলেও দৃষ্টি ছিলো দূরের আকাশে। দীর্ঘদিন পর, হয়তো বহুবছর পর আকাশের এমন সৌন্দর্যকে মনে রাখবে কেউ কেউ। প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেছেন, প্রথমে আকাশ লাল হয়ে আসে। তারপর ধীরে ধীরে বহুবর্ণ ধারণ করে। লাল থেকে কমলা, কখনো ধূসর, কখনো গোলাপী রং ধারণ করে। যে রং মানুষের মনকেও রাঙিয়ে তুলে। আরেকজন প্রত্যক্ষদর্শী বলেছেন, আকাশের রঙ পরিবর্তনের মূল কারণ হল আলোর প্রসারণের ধারণ। কেউ বলেছেন মেঘের আভাস। তবে যে কারণেই হোক, আকাশ এমন বিচিত্রতা সব সময় মেলে ধরে না।