বিশ্ব পর্যটন দিবসে বিমানের যাত্রীদের ফুলেল শুভেচ্ছা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ৪:৪৮:৩০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের সিলেট অফিসের উদ্যোগে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে যাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানানোর মাধ্যমে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঢাকা থেকে ছেড়ে আসা বিমানের ফ্লাইট (বিজি-৬০১)-এর ৭৪ জন যাত্রীকে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমানের জেলা ম্যানেজার মো. শাহনেওয়াজ মজুমদার ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ। তারা যাত্রীদেরকে স্বাগত জানিয়ে পর্যটন দিবসের তাৎপর্য তুলে ধরেন।
বিমানের জেলা ম্যানেজার মো. শাহনেওয়াজ মজুমদার জানান, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এবার সিলেট এবং কক্সবাজার এয়ারপোর্টে বিমানের যাত্রীদের বিশেষ শুভেচ্ছা জানানো হয়েছে। পর্যটন শিল্পের বিকাশে এই উদ্যোগ নেয়া হয়েছে। সিলেটের পর্যটন সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা এই অঞ্চলের পর্যটনের অপার সম্ভাবনাকে কাজে লাগাতে চাই। তিনি আরও জানান, পর্যটন দিবস উপলক্ষে বিমান টিকিটে ১৫ শতাংশ ছাড় দেয়া হয়েছে। যা দেশি-বিদেশি পর্যটকদের আরও আকৃষ্ট করবে।
ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ সিলেটের মিঠা পানির পর্যটন কেন্দ্রগুলো ভ্রমণের জন্য পর্যটকদের আহবান জানান।
অনুষ্ঠানে বিমান কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।