কবি লায়লা রাগিব স্মৃতি সংসদ পুনর্গঠন, বেলাল সভাপতি, কাউসার সম্পাদক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১:৫৩:০৬ অপরাহ্ন
আশির দশকের শক্তিমান লেখক ও কবি লায়লা রাগিব স্মৃতি সংসদ পুনর্গঠন করা হয়েছে। কবি বেলাল আহমদ চৌধুরীকে সভাপতি ও সাংবাদিক কাউসার চৌধুরীকে সাধারণ সম্পাদক করে কবি লায়লা রাগিব স্মৃতি সংসদ পুনর্গঠন করা হয়।
কমিটির অন্য দায়িত্বশীলরা হচ্ছেন- সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক বাছিত ইবনে হাবিব, সহ-সভাপতি এ্যাডভোকেট কবি আব্দুল মুকিত অপি, সহ-সাধারণ সম্পাদক মাওলানা কবি আলী আহমদ, প্রচার সম্পাদক কবি কামরুল আলম, সদস্য যথাক্রমে গল্পকার সেলিম আউয়াল, কবি আহমদ মাহবুব ফেরদৌস, কবি নাজমুল আনসারী, এ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, কবি ইশরাক জাহান জেলী, রেজওয়ানুর রহমান চৌধুরী শাহীন ও মাহফুজ আহমদ চৌধুরী ।
এছাড়াও প্রফেসর নন্দলাল শর্মা, লে. কর্নেল (অব.) আলী আহমদ ও লেখিকা সংঘের সভাপতি রওশন আরা চৌধুরীকে স্মৃতি সংসদের উপদেষ্টা করা হয়েছে।
কবি লায়লা রাগিবের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।-বিজ্ঞপ্তি