লিডিং ইউনিভার্সিটিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও চিত্রকর্ম প্রদর্শনী
চিত্রকর্মের মাধ্যমে সৃজনশীলতা বৃদ্ধি পায় : দানবীর ড. রাগীব আলী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১:৫৯:৩৭ অপরাহ্ন
ডাক ডেস্ক: লিডিং ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিসেস ক্লাব পরিচালিত হাসি প্রজেক্ট’র (অর্থনৈতিকভাবে ব্যক্তিকে স্বাবলম্বী করার জন্য একটি উদ্যোগ) অর্থায়নের লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারো চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও চিত্রকর্ম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় লিডিং ইউনিভার্সিটি প্রাঙ্গণে ৪টি গ্রুপে আলাদা বিষয় ও মাধ্যমে সিলেটের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-১ এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী। চিত্রকর্ম প্রদর্শনী চলবে আজ সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত।
লিডিং ইউনিভার্সিটিতে এসে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং তাদের সাথে আসা অভিভাবকগণকে ধন্যবাদ জানিয়ে দানবীর ড. রাগীব আলী বলেন, প্রতিযোগিতায় বিজয়ী হতে পারা বা না পারার চেয়ে গুরুত্বপূর্ণ হলো অংশগ্রহণ করা। আর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা রঙের সাহায্যে অনুভূতি ও ভাবনার বিকাশ ঘটিয়ে প্রতিভাকে উন্মোচিত করে। তাই চিত্রকলা এমন একটি শিল্প যা বাস্তব জীবনের পাশাপাশি কাল্পনিক জগৎকেও স্পষ্টভাবে ফুটিয়ে তুলে এবং এতে শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি পায়।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, সোশ্যাল সার্ভিসেস ক্লাব উপদেষ্টা রুম্পা শারমিন, সহ-উপদেষ্টা ইঞ্জিনিয়ার অমিত চক্রবর্তী, ক্লাব সভাপতি দিপ্ত বনিক এবং স্বাগত বক্তব্য প্রদান করেন ক্লাবের সাধারণ সম্পাদক শাম্মী সুলতানা।
ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী নুসরাত আমিন নেহার সঞ্চালনায় অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা, আইন বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল মামুন, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং সোশ্যাল সার্ভিসেস ক্লাব সদস্যগণ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় গ্রুপ এ-তে প্রথম হয়েছে ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের ৩য় শ্রেণির শিক্ষার্থী সৃজন সিংহ, দ্বিতীয় জালালাবাদ স্কুল এন্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী শায়নী রানী নাথ এবং তৃতীয় হয়েছে ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী শ্রেষ্ঠ সরকার। গ্রুপ বি-তে প্রথম আলী আমজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী রাজেশ্বরী সরকার চাঁদনী, দ্বিতীয় এবং ৩য় হয়েছে ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের ৫ম শ্রেণির শিক্ষার্থী ইসমিত জাহান এবং ৭ম শ্রেণির শিক্ষার্থী স্বরুপ সিংহ। গ্রুপ সি-তে প্রথম জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির শিক্ষার্থী নওশীন আজিজ, ২য় সিলেট ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির শিক্ষার্থী সপ্তদীপ চক্রবর্তী এবং তৃতীয় হয়েছে ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির শিক্ষার্থী সুনন্দন দাশ। গ্রুপ-ডি তে প্রথম এম সি কলেজের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী স্নানিতা দাস, ২য় লিডিং ইউনিভার্সিটির অনার্স ১ম সেমিস্টারের শিক্ষার্থী ফাহিমা আলভি রহমান এবং তৃতীয় এম সি কলেজের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী তুহেলিকা তালুকদার।
প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন চারুপাঠ চারু বিদ্যালয়ের চেয়ারম্যান মার্জিয়া হোসাইন এবং লিডিং ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের প্রভাষক অর্পণ শীল। পরে সোশ্যাল সার্ভিসেস ক্লাবের ‘হাসি প্রজেক্ট’র পক্ষ থেকে মিলি আক্তারকে স্বাবলম্বী করে তোলার জন্য একটি সেলাই মেশিন প্রদান করা হয়।