সিলেট নগরীর জোনাকী আবাসিক এলাকায় নির্বিচারে পাহাড় নিধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০২৪, ৪:২৬:৪৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ঃ সিলেট নগরীর ৩৬ নম্বর ওয়ার্ডের বালুচর জোনাকী আবাসিক এলাকায় চলছে নির্বিচারে পাহাড় কাটা। প্রতিদিন পাহাড় কেটে ট্রাকে করে মাটি নিয়ে যাওয়া হচ্ছে। পাহাড় কাটার ফলে নেমে আসা বালিতে চলাচলের সড়ক পর্যন্ত ঢেকে যাচ্ছে। বৃষ্টি হলে কাটা টিলা থেকে নেমে আসা বালু সড়কে স্তুপ হয়ে থাকায় যানচলাচল অসম্ভব হয়ে দাঁড়ায় বলে জানিয়েছেন স্থানীয়রা। এব্যাপারে তারা পাহাড়-টিলা রক্ষায় কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করে দ্রæত ব্যবস্থা নেয়ার দাবি জানান। পরিবেশ অধিদপ্তরের সিলেটের আঞ্চলিক পরিচালক ফেরদৌস আনোয়ার জানান, পাহাড়-টিলা কাটা বন্ধে তাদের কার্যক্রম অব্যাহত আছে। রাতে পাহাড় কাটার খবর পেয়েছেন। কিছুদিন পূর্বেও তাদের দপ্তরের লোকজন সেই এলাকায় গিয়েছেন। কারা কাটছে সে ব্যাপারে তথ্য নিচ্ছেন বলে জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়-টিলা বেষ্টিত জোনাকী এলাকা সম্প্রতি সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হওয়ায় সাধারণ মানুষের কাছে এলাকার চাহিদা বেড়ে গেছে। আবাসিক এলাকা হিসেবে গুরুত্ব বাড়ায় এলাকায় জায়গা ক্রয়-বিক্রয় বেড়ে গেছে। বাড়িঘর নির্মাণ বৃদ্ধি পেয়েছে। প্লট তৈরি ও বাড়িঘর নির্মাণে কাটা হচ্ছে পাহাড়-টিলা। স্থানীয়রা জানান, টিলার উপরে ঘর বানিয়ে দিয়ে সেখানে শ্রমিকদের পরিবার নিয়ে বিনা ভাড়ায় থাকতে দেয়া হয়। শ্রমিকরা দিনে অন্য কাজ করে, রাতে টিলা কাটে। বর্ষাকালে টিলা খুঁড়ে মাটি আলগা করে রাখে। বৃষ্টি হলে টিলার মাটি ধসে পড়ে। নামপ্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, এখানে টিলা-পাহাড় গুলো যেন দেখার কেউ নেই। টিলা কাটার ফলে নেমে আসা বালুতে রাস্তা বøক হয়ে যায়। বালুতে ড্রেন গুলো ভরাট হয়ে পানি চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তায় বালুর স্তুপ তার উপর দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। ফলে রাস্তা দিয়ে চলাচলই কষ্টকর ও চরম ভোগান্তি হয়ে পড়ে। তিনি বলেন, রাস্তাঘাটে সর্বত্র শুধু বালু। প্রভাবশালীদের ভয়ে সাধারণ মানুষ কথা বলতে পারেন না। পরিবেশের ক্ষতির পাশাপাশি দুর্ভোগ নিয়েই প্রতিদিন সাধারণ মানুষকে চলাচল করতে হয়।
স্থানীয় এক যুবক জানান, এখানে পাহাড় কাটা বন্ধ হয় না। অভিযান হলে কিছুদিন বন্ধ থাকে পরে আবারো শুরু হয় পাহাড় কাটা। পাহাড় থেকে নেমে আসা মাটিতে রাস্তা কয়েক ফুট বালির নিচে চলে যায়। যাতায়াতে চরম দুর্ভোগের শিকার হতে হয়। জোনাকীতে প্রবেশ করলেই রাস্তাগুলো মাটিতে ঢাকা দেখতে পাবেন বলে জানান তিনি। পূর্বে অনেক সময় আইনশৃঙ্খলা বাহিনী ও অন্য সংস্থার টহল থাকতো। ৫ আগস্টের পর থেকে কোন ধরনের বাধা ছাড়াই নির্বিচারে পাহাড় কাটছে প্রভাবশালী চক্র। এব্যাপারে শাহপরান (রহ.) থানার অফিসার ইনচার্জ মনির হোসেন এর সাথে কথা হলে তিনি জানান, পরিবেশ অধিদপ্তর অথবা উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে থাকেন। তবে পুলিশের পক্ষ থেকে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান তিনি। তবে এব্যাপারে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইলে যোগাযোগ করা হলে ফোন না ধরায় বক্তব্য পাওয়া যায়নি।
সম্প্রতি সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত জোনাকী এলাকায় টিলা কাটার বিষয়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, পরিবেশ অধিদপ্তর বিষয়টি দেখে থাকে। তবে সিটি কর্পোরেশনের আওতায় যতটুকু করার তারা করবেন।