সিলেট প্রেসক্লাবে নতুন কম্পিউটার ল্যাব উদ্বোধন সাংবাদিকদের কল্যাণে পাশে থাকবে শেভরন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০২৪, ৪:৩১:৩৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: সিলেট অঞ্চলে মানুষের সার্বিক জীবনযাত্রার উন্নয়নে কাজ করবে বহুজাতিক কোম্পানী শেভরন বাংলাদেশ। পাশাপাশি সিলেট প্রেসক্লাব ও সাংবাদিকদের কল্যাণেও তারা কাজ করে যাবার অঙ্গীকার ব্যক্ত করেন।
গতকাল বুধবার সিলেট প্রেসক্লাব ভবনে নতুন আঙ্গিকে কম্পিউটার ল্যাবের উদ্বোধনী অনুষ্ঠানে শেভরন কর্মকর্তারা এসব কথা বলেন, তারা আরো বলেন, ‘সিলেট থেকেই মূলত শেভরনের যাত্রা শুরু। বাংলাদেশের প্রায় ৬০ ভাগ গ্যাস উৎপাদনে সরাসরি কাজ করছে শেভরন। আগামী দিনেও শেভরন মানুষের সার্বিক জীবনযাত্রার উন্নয়নে কাজ করতে চায়। শেভরনের সব ভালো কাজে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তারা।
ক্লাব সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী। অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেভরনর বাংলাদেশ-এর ফিল্ড করপোরেট অ্যাফেয়ার্স ম্যানেজার খন্দকার তুষারুজ্জামান, শেভরনে কমিউনিকেশন্স ম্যানেজার (কর্পোরেট অ্যাফেয়ার্স) শেখ জাহিদুর রহমান। শুরুতে কোরআন তেলাওয়াত করেন, প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক শুয়াইবুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন, শেভরনের স্যোশাল ইনভেস্টমেন্ট এডভাইজর আলি আশরাফ চৌধুরী ও মো. জাহাঙ্গীর কবির খান,ফিল্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যাডভাইজর জঙ্গী মোহাম্মদ ফেরদৌস, ক্লাবের সহসভাপতি-১ খালেদ আহমদ, সাবেক সহ-সভাপতি এনামুল হক জুবের, মুহাম্মদ আমজাদ হোসাইন, এম এ হান্নান, হুমায়ূন রশিদ চৌধুরী ও আবদুল কাদের তাপাদার, সিনিয়র সদস্য আব্দুল মালিক জাকা, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিলেট ব্যুরো প্রধান সেলিম আউয়াল, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আনিস রহমান, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আব্দুল মজিদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ, নির্বাহী সদস্য শেখ আশরাফুল আলম নাসির ও মো. আব্দুর রাজ্জাক, ক্লাব সদস্য মো. ফয়ছল আমিন, মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, মো. দুলাল হোসেন, নাজমুল কবীর পাভেল, খালেদ আহমদ, শাকিলা আক্তার ববি ও সহযোগী সদস্য এইচ এম শহীদুল ইসলাম প্রমুখ।
প্রসঙ্গত, সিলেট প্রেসক্লাবের সদস্যদের ব্যবহারের জন্য পুরাতন কম্পিউটার ল্যাবে উন্নতমানের নতুন পাঁচটি কম্পিউটার প্রদান করে শেভরন বাংলাদেশ। ক্লাবের পাশে থাকায় শেভরন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।