সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৪, ৪:৩৩:০৫ অপরাহ্ন

প্রাথমিক শিক্ষক পরিষদের প্রতিনিধি সম্মেলন
সরকারি প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবি জানিয়েছেন শিক্ষক নেতৃবৃন্দ। এছাড়া প্রধান শিক্ষকদের ২০১৪ সালে ৯ মার্চ থেকে ২০১৫ সালের ১৪ ডিসেম্বর পর্যন্ত চাকরিকালের টাইম স্কেল প্রবর্তন ও তাদের বেতন ক্রম ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবি জানিয়েছেন। গতকাল শুক্রবার সিলেট প্রেসক্লাবের আমীনূর রশীদ চৌধুরী মিলনায়তনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদ সিলেট জেলা শাখার প্রতিনিধি সম্মেলনে বক্তারা এ দাবি জানান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন প্রফেসর ড. মাহবুবে এলাহী। সংগঠনের সিলেট অঞ্চলের সভাপতি মো. আবুল খায়েরের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মহাসচিব মো. মিজানুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে ড. মাহবুবে এলাহী বলেন, দেশের ৭ লাখ প্রাথমিক শিক্ষকদের ন্যায্য দাবি বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীতকরণ আবশ্যক। তিনি বলেন, শিক্ষা হচ্ছে একজন ব্যক্তির শারীরিক ও মানসিকভাবে সমন্বিত সামাজিকভাবে কাক্সিক্ষত ও গ্রহণযোগ্য অপেক্ষাকৃত স্থায়ী বিকাশ। আর শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার এ শিক্ষার গোড়াপত্তন করে থাকেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সংগঠনের মহানগর সেক্রেটারি মুহাম্মদ রফিক উদ্দিন তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কলেজ শিক্ষক পরিষদের সিলেট জেলা সভাপতি ও জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজের প্রিন্সিপাল প্রফেসর ড. মো. হাসমত উল্লাহ, মহানগর সভাপতি ভাইস প্রিন্সিপাল আব্দুস শাকুর, প্রাথমিক শিক্ষক ফেডারেশনের সিলেট জেলা সমন্বয়ক মো. জাহিদুর রহমান চৌধুরী, বাপ্রাশিপের কেন্দ্রীয় সহসভাপতি মো. আব্দুল কাইয়ূম প্রমুখ। সম্মেলনে সিলেটের শতাধিক শিক্ষক প্রতিনিধি উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি