ডোমিনোজ পিৎজা সিলেটে ৩৫তম রেস্টুরেন্ট খুলেছে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২৪, ১:৪৪:৫৮ অপরাহ্ন

ডাক ডেস্ক ॥ বিশ্বের বৃহত্তম পিৎজা চেইন ডোমিনোজ পিৎজা বাংলাদেশে নিজেদের ব্যবসা দ্রুত সম্প্রসারণ করছে। এরই ধারাবাহিকতায় ডোমিনোজ পিৎজা বাংলাদেশে সিলেটের আম্বরখানায় অবস্থিত শেফ’স টেবিল-এ উদ্বোধন করেছে তাদের ৩৫তম রেস্টুরেন্ট। গ্রাহকদের “চিজি হ্যাপিনেস” এর সুযোগ দিতে সিলেটে গত ৩ অক্টোবর এ শাখাটি উদ্বোধন হয়।
বাংলাদেশে ডোমিনোজ পিৎজা চালু হওয়ার পর থেকেই সুস্বাদু খাবারের পাশাপাশি দ্রুততম ডেলিভারির মাধ্যমে মাত্র ৩০ মিনিটেই খাবার পৌঁছে দিচ্ছে গ্রাহকদের দ্বারপ্রান্তে। পাইপিং হট পিৎজা, নতুন শুরু হওয়া অরেগানো রাইস এবং সসি পিৎজা, গার্লিক ব্রেড, চকো লাভা কেক ছাড়াও অন্যান্য সুস্বাদু খাবার ও ডেজার্ট সরবরাহ করতে ডোমিনোজ পিৎজা সর্বদা সচেষ্ট। ডোমিনোজ পিৎজার ৩০ মিনিটের ডেলিভারীর এই বিশ্বব্যাপী সমাদৃত ডেলিভারি সেবাটি সিলেট রেস্টুরেন্ট থেকে পাওয়া যাবে। এই রেস্টুরেন্টটির উদ্বোধনের সময় ডোমিনোজ পিৎজা বাংলাদেশের ম্যানেজমেন্ট টিম ও অন্য অংশীদারদের সাথে উপস্থিত ছিলেন “এস, ও, এস, চিলড্রেনস ভিলেজ” এর ছাত্র-ছাত্রীবৃন্দ, যারা এই ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে পড়াশোনার সুযোগ পেয়ে থাকে।
ডোমিনোজ পিৎজা বাংলাদেশ-এর চিফ অপারেটিং অফিসার আহমেদ শোয়েব ইকবাল বলেন, “ডোমিনোজ পিৎজা গত সাড়ে ৫ বছরে এই দেশে সবচেয়ে দ্রুততার সাথে বড় হওয়া ফুড ব্রান্ড এবং সিলেটে আমাদের নতুন এই রেস্টুরেন্ট খুলতে পেরে আমরা বেশ গর্বিত। ডামিনোজ পিৎজার প্রতি ভালোবাসা ও সমর্থনের জন্য আমরা বাংলাদেশের জনগণকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের সিলেট রেস্টুরেন্ট এ সবাইকে স্বাগত জানাতে আমরা উন্মুখ।“
সিলেট রেস্টুরেন্ট থেকে সিলেট ইউনিমার্ট, রাজার গলি, দরগাহ মহল্লা রোড, দারগাহ গেট, কলাপাড়া রোড, মিতালি রোড, জালালাবাদ আবাসিক এলাকা, হাউসিং এস্টেট রোড, এয়ারপোর্ট রোড, ইলেকট্রিক সাপ্লাই রোড, লোহারপাড়া রোড, বড়বাজার আবাসিক এলাকা রোড, হযরত শাহজালাল রোড, ভি আই পি রোড, মেডিকেল কলেজ রোড, দাড়িয়াপাড়া রোড, কলোনি রোড এবং পুলিশ লাইন রোড এ হোম ডেলিভারী করতে সক্ষম বলে জানান সংশ্লিষ্টরা।
ডোমিনোজ পিৎজা বাংলাদেশ-এর হেড অব মার্কেটিং আবু ওবায়দা ইমন এই ব্যবসা সম্প্রসারণে উচ্ছ্বাস প্রকাশ করেন।
প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে দউড়সরহড়’ং চরুুধ ইধহমষধফবংয’ অ্যাপটি ডাউনলোড করে খুব সহজেই হোম ডেলিভারির জন্য অর্ডার করতে পারবেন অথবা ওয়েবসাইট থেকে সরাসরি স.ফড়সরহড়ং.পড়স.নফ-এ অথবা ১৬৬৫৬ নম্বরে কল করেও অর্ডার করা যাবে। বর্তমানে ডাইন ইন, ডেলিভারি এবং টেকঅ্যাওয়ে সেবার মাধ্যমে বিভিন্ন প্রান্তের পিৎজাপ্রেমীরা ডোমিনোজ-এর সুস্বাদু পিৎজা উপভোগ করতে পারবেন। বিশ্বের বৃহত্তম পিৎজা কোম্পানি ডোমিনোজ পিৎজা প্রতিষ্ঠিত হয় ১৯৬০ সালে।