জানাজা মঙ্গলবার বাদ এশা
সিলেট আইডিয়াল কলেজের অধ্যক্ষ হাশেমের সহধর্মিণীর ইন্তেকাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৪, ১:০৪:১০ অপরাহ্ন

সিলেট নগরীর মিয়া ফাজিলচিস্হ কাজী ভিলার বাসিন্দা, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা, অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী সচিব ও সিলেট আইডিয়াল কলেজের অধ্যক্ষ জনাব আবুল হাশেম-এর সহধর্মিণী ও মরহুম কাজী আব্দুর রকিবের কণ্যা কাজী ফাতেমা বেগম আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭:৪২ মিনিটে স্হানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্বামী, ২ পুত্র, দুই কন্যা, নাতি নাতনিসহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন।
মরহুমার নামাজে জানাজা কাল মঙ্গলবার (২৯ অক্টোবর) বাদ এশা হজরত শাহজালাল রহ. দরগাহ মসজিদে অনুষ্ঠিত হবে।-বিজ্ঞপ্তি