কেইস মনিটরিং কনফারেন্সে বিচারক সাইফুর রহমান
মানবপাচারের মতো ঘৃণ্য অপরাধ দমনে সোচ্চার হওয়ার আহবান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২৪, ২:১৬:১৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : মানবপাচারের মতো ঘৃণ্য অপরাধ দমনে সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানিয়েছেন মানবপাচার প্রতিরোধ দমন ট্রাইব্যুনাল সিলেট এর বিচারক মো. সাইফুর রহমান। তিনি বলেন, পাচারের শিকার মানুষের ন্যায় বিচার নিশ্চিত শুধুমাত্র আদালতের একার পক্ষে সম্ভব নয়। এ ক্ষেত্রে পুলিশ, আইনজীবী, এনজিও কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সিলেট মহানগরীর একটি অভিজাত হোটেলে কেইস মনিটরিং কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা উইনরক ইন্টারন্যাশনালের কারিগরি সহায়তায় ইউএসএআইডি’র অর্থায়নে এই কনফারেন্সের আয়োজন করা হয়।
বিচারক মো. সাইফুর রহমান আরো বলেন, মানবপাচার সংক্রান্ত প্রচলিত আইন সম্পর্কে ধারণা না থাকায় সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। এ ব্যাপারে মানুষকে সচেতন করে তুলতে হবে। মানবপাচার বা প্রতারকের মাধ্যমে প্রতারিত হওয়ার সম্ভাবনা দেখা গেলে এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন তিনি।
সিলেট জেলা বারের সভাপতি এডভোকেট অশোক পুরকায়স্থের সভাপতিত্বে ও উইনরক এর সিনিয়র ম্যানেজার এডভোকেট মোজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে মানবপাচার প্রতিরোধে ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে প্রতিবন্ধকতা ও করণীয় শীর্ষক ধারণাপত্র পাঠ করেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার মোজাম্মেল হক। ধন্যবাদ জ্ঞাপন করেন উইনরক এর চীফ অব পার্টি সুজান স্টেম্পার।
আলোচনায় অংশ নেন সিলেট জেলা বারের সেক্রেটারি গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সোহেল, মহানগর দায়রা জজ আদালতের পিপি এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, মানবপাচার প্রতিরোধ দমন ট্রাইব্যুনালের পিপি এডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুর রফিক, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সিলেট বিভাগীয় সমন্বয়কারী এডভোকেট সৈয়দা শিরিন আক্তার, জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক শাহীনা আক্তার, এডভোকেট এইচএম এরশাদুল হক, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, ব্র্যাকের এমআরএসই কো-অর্ডিনেটর শুভাশীষ দেবনাথ, সাংবাদিক আনাস হাবিব কলিন্স প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সহসভাপতি ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট মো. জালাল উদ্দিন, এডভোকেট ফারজানা হাবিব চৌধুরী, এডভোকেট ফখরুল ইসলাম, রেইস প্রকল্পের আব্দুস সালাম, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার জেলা সমন্বয়কারী মোমিন আকন্দ প্রমুখ।