কোম্পানীগঞ্জের আলোচিত শাহীন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শাহেদ গ্রেপ্তার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৪, ৩:৩৩:৪৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, কোম্পানীগঞ্জ : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার আলোচিত শাহীন আহমদ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শাহেদ আহমদকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ( ৮ নভেম্বর) ভোর ৪টায় রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত শাহেদ কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নের নিজগাঁও রাইজুরী টিলার রজব আলীর পুত্র।
সিলেটের ডাককে বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান। হত্যা মামলার আসামী আটকের সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, ‘কোম্পানীগঞ্জের শাহীন হত্যা মামলার আসামী রাজধানীর যাত্রাবাড়ী থানায় আটক হয়েছে। কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি টিম আসামীকে সিলেটে আনার জন্য যাত্রাবাড়ী থানায় যাবে।’
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ সিলেটের ডাককে জানান, ভোরে আমরা আসামি ধরে থানায় এনেছি। ইতিমধ্যে আমি কোম্পানীগঞ্জ থানার ওসির সঙ্গে কথা বলেছি। কোম্পানীগঞ্জ থানায় আসামি হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
প্রসঙ্গত, গত ১১ এপ্রিল ঈদুল ফিতরের দিবাগত রাত পৌনে ৮টায় কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস নিজগাঁও গ্রামে প্রতিপক্ষের হামলায় নিহত হন ইলেকট্রিক্যাল ব্যবসায়ী শাহিন আহমদ। তিনি ওই গ্রামের আলমাছ আলীর পুত্র।
এ ঘটনায় ১৫ এপ্রিল নিহতের ভাই শামীম আহমদ বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ইছাকলস নিজগাঁওয়ের মরম আলী, আনোয়ার হোসেন, শাহেদ আহমদ, জামাল মিয়া, বোরহান উদ্দিন, কদ্দুছ মিয়া্, আশক আলী, মছকন্দর আলী, দেলোায়ার হোসেন দিলু, হিরন মিয়া সহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়।
মামলাটি বর্তমানে সিআইডির তদন্তাধীন আছে।