শহরতলীর নালিয়ায় স্বপ্ন ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৪, ৯:৫০:৩৯ অপরাহ্ন
সিলেট শহরতলীর নালিয়া এলাকায় দরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে দাতব্য সংস্থা স্বপ্ন ফাউন্ডেশন।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে নালিয়া মাদরাসা মাঠে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ‘একমুঠো ভালোবাসা’ প্রজেক্টের আওতায় ৩০টি পরিবারকে মুষ্টির চাল ও খাদ্যসামগ্রী প্রদান করে সংস্থাটি। প্রতিটি প্যাকেটে ছিল ৫ কেজি চাল, ২ কেজি পেয়াজ, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল ও ১ কেজি ডাল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্ন ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি হাফিজ মাওলানা জামিল আহমদ চৌধুরী, মিশন ওয়ান মিলিয়নের প্রধান নির্বাহী ফায়যুর রাহমান, স্বপ্ন ফাউন্ডেশনের সিনিয়র সদস্য আনোয়ার হোসেন ইকবাল, নালিয়া মাদরাসার মুহতামিম মাওলানা মুহিবুর রহমান, ফাউন্ডেশনের সদস্য রোকন খান, রাফাত হুমায়ূন চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে স্বপ্ন ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি জামিল আহমদ চৌধুরী বলেন, শহরের বিভিন্ন বাসা-বাড়িতে মুষ্টির চাল সংগ্রহের পাত্র রেখে প্রতিমাসে সেই চাল সংগ্রহ করে তার সঙ্গে অন্যান্য সামগ্রি মিশিয়ে সেটা দরিদ্রদের মধ্যে বিতরণ করে আসছে স্বপ্ন ফাউন্ডেশন। দ্বীনদার নারীরা যাতে সারা মাস সাদাকার মধ্যে শামিল থাকতে পারেন, সে লক্ষ্যে প্রজেক্টটি পরিচালিত হয়। এটি সংস্থার ১৬তম খাদ্যবিতরণ কর্মসূচি। -বিজ্ঞপ্তি