বিরাট সমাবেশে ব্যারিস্টার এম এ সালাম
তারেক রহমান রাজনীতির গুণগত পরিবর্তন চান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৪, ৬:১৪:৫৮ অপরাহ্ন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম ফ্যাসিবাদের পতনের পর গতকাল বুধবার যুক্তরাজ্য থেকে তাঁর গ্রামের বাড়ি দক্ষিণ সুরমার রায়বান গ্রামে আসেন।
তাঁর আগমনের খবর পেয়ে সিলেট-৩ নির্বাচনী এলাকার দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার হাজার হাজার নেতাকর্মী ছুটে আসেন রায়বান গ্রামে।
বেলা ২টা বাজার আগেই নেতাকর্মীদের পদচারণায় ব্যারিস্টার সালামের বাড়ি কানায় কানায় পূর্ণ হয়ে যায়। হাজার হাজার নেতাকর্মীর উদ্দেশ্যে বেলা তিনটায় আবেগঘন বক্তব্য রাখেন ব্যারিস্টার এম এ সালাম।
তিনি বলেন, গত ১৬ বছর পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় ধুলিস্যাৎ হয়ে গেছে দেশের সমস্ত অর্জন। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই অবস্থা থেকে দেশকে উত্তরণ করে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে।
ব্যারিস্টার এম এ সালাম আরো বলেন, বিগত ১৬ বৎসরের ফ্যাসিবাদী অপশাসনে শাসকগোষ্ঠী দেশকে একটি অকার্য্যকর রাষ্ট্রে পরিণত করেছিল।
এই অবস্থা থেকে দেশ ও জাতিকে উত্তরণ করে নতুন রাষ্ট্র নির্মার্নে রাষ্ট্রের কাঠামো, জনগণ, আইনের শাসন, পররাষ্ট্রনীতি, কূটনীতি, ধর্মীয় মূল্যবোধ, গণতন্ত্র, বাকস্বাধীনতা, জাতীয়তাবাদ, অর্থনীতি, বিচার ব্যবস্থা এবং সামাজিক মূল্যবোধ সকল কিছুর সমন্বয়ে একটি আধুনিক রাষ্ট্র নির্মাণে ৩১ দফা আন্দোলনে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করতে তারেক রহমান সক্ষম হয়েছেন। যার ফলশ্রæতিতে ৫ই আগস্টের ছাত্র জনতার গণ-বিপ্লব।
ব্যারিস্টার সালাম বলেন, তারেক রহমান রাজনীতির গুণগত পরিবর্তন চান। দলের নেতাদের সমন্বয়ে টিম গঠন করে জনগণের দ্বারে দ্বারে পাঠাচ্ছেন। জনগণকে সচেতন করে একইসাথে তাদের আশা আকাঙ্খা জানতে এবং জনগণের আশা আকাঙ্খাকে ধারণ করে তিনি নতুন বাংলাদেশ গড়তে চান।
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাবুদ্দিনের সভাপতিত্বে এবং সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদের পরিচালনায় আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নেতা আবুল কাহের শামীম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, চাকসুর সাবেক নেতা মামুনুর রশীদ মামুন, সিলেট জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা ফাহিমা আহাদ কুমকুমসহ সিলেট জেলা ও মহানগর এবং দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি