আইনজীবী সাইফুল হত্যা
৪৮ ঘণ্টায়ও মামলা হয়নি গ্রেফতার আরও ৮
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৪, ৬:১৩:০৫ অপরাহ্ন
ডাক ডেস্ক : চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ৪৮ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো হত্যা মামলা দায়ের হয়নি। তবে, সাইফুলকে হত্যার ঘটনায় গতকাল বৃহস্পতিবার আরও ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ নিয়ে গত মঙ্গলবার বিকেলের ওই হত্যার ঘটনায় এখন পর্যন্ত ৩৬ জনকে গ্রেফতার করা হলো।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার কাজী তারেক আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, সাইফুল হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতারে গতকাল বৃহস্পতিবার টানা দ্বিতীয় দিনের মতো আদালতের কার্যক্রম স্থগিত রেখেছেন চট্টগ্রামের আইনজীবীরা।
বিচারের দাবিতে কালো ব্যাজ ধারণ করে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে আদালত ভবন এলাকায় বিভিন্ন ব্যানারে বিক্ষোভ করছেন আইনজীবীরা।
মঙ্গলবার চট্টগ্রামে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর আদেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও চিন্ময় অনুসারীদের সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুলকে কুপিয়ে হত্যা করা হয়।
অতিরিক্ত ডেপুটি কমিশনার কাজী তারেক আজিজ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। হত্যার ঘটনায় কোনো মামলা না হলেও, পুলিশ গতকাল মোট তিনটি মামলা করেছে। এগুলো সব ভাংচুর-হামলার মামলা।
কাজী তারেক আজিজ আরও বলেন, এখন পর্যন্ত নিহত আইনজীবীর পরিবারের পক্ষ থেকে কোনো হত্যা মামলা করা হয়নি।